এইদিন ওয়েবডেস্ক,নয়া দিল্লি,২৫ মার্চ : দীর্ঘ দু’বছরের অধিক সময় বিধিনিষেধ কাটিয়ে দেশ আজ স্বাভাবিক ছন্দে ফিরতেই ফের করোনা ভাইরাসের নতুন একটি ভেরিয়েন্টের সন্ধান মিললো । নতুন রূপটি ডেল্টা এবং ওমিক্রন ভেরিয়েন্টের সমন্বয়ে গঠিত এবং বিজ্ঞানীরা এর নামকরণ করেছে ডেল্টাক্রোন । বিশেষজ্ঞদের মতে এটি একটি সুপার-মিউট্যান্ট ভাইরাস । যার বিজ্ঞানসম্মত নাম বি.১+বি.১.৬১৭.২ (BA.1 + B.1.617.2) । এটি অন্য ভেরিয়েন্টগুলির থেকে খুব সংক্রামক বলে জানা গেছে । ডেল্টাক্রোনের উপসর্গ হল – মাথা ব্যাথা, প্রবল জ্বর এবং পরবর্তীতে ঘাম হওয়া বা ঠান্ডা লাগা,গলা ব্যথা,ক্রমাগত কাশি,ক্লান্তি বা শক্তির অভাব এবং গন্ধ বা স্বাদ হ্রাস । বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-এর বিজ্ঞানী মারিয়া ভ্যান কারখোভ(Maria Van Karkhove) বলেছেন, ‘SARSCov2-এর ওমিক্রন এবং ডেল্টার মিশ্রণ ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে । এবং এটি খুব সংক্রামক হতে পারে ।’
জানা যায়,সাইপ্রাসের গবেষকরা প্রথম আবিষ্কার করেছিলেন করোনার এই ভেরিয়েন্টটি । একটি টিভি চ্যানেলের সাক্ষাৎকারে সাইপ্রাস বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞানের অধ্যাপক এবং বায়োটেকনোলজি অ্যান্ড মলিকুলার ভাইরোলজির ল্যাবরেটরির প্রধান লিওনডিওস কোস্ট্রিকিস(Leondios Kostrikis) বলেছিলেন,’ওমিক্রন এবং ডেল্টার মিশ্রণের একটি স্ট্রেইন আমরা খুঁজে পেয়েছি । এটির ‘ডেল্টাক্রোন’ নামকরণ করা হয়েছে । কারন ডেল্টা জিনোমের ভিতরে ওমিক্রনের জেনেটিক ফিঙ্গারপ্রিন্টের উপস্থিতি লক্ষ্য করা গেছে ।’
পরে ব্রিটেন থেকে বেশ কিছু ডেল্টাক্রোনের হদিশ মিলে । চলতি বছরের জানুয়ারী মাসে ফ্রান্সে এই ভাইরাসের প্রথম কেস নথিভুক্ত হয় । এই ভেরিয়েন্টটি ভারতেও এসে গেছে বলে খবর । দেশের ৭ টি রাজ্যে এর উপস্থিতি আশঙ্কা করা হচ্ছে । ভারতের কোভিড জিনোমিক্স কনসোর্টিয়াম (আইএনএসএসিওজি) এবং জিএসএআইডি জানিয়েছে,কর্ণাটকে ২২১ জন, তামিলনাড়ুতে ৯০ জন,মহারাষ্ট্রে ৬৬ জন, গুজরাটে ৩৩ জন, পশ্চিমবঙ্গে ৩২ জন, তেলেঙ্গানায় ২৫ এবং নয়াদিল্লিতে ২০ জনের শরীরে ডেল্টাক্রোন ভেরিয়েন্টের উপস্থিতির ইঙ্গিত পাওয়া গেছে । এখন ডেল্টাক্রোন সম্পর্কে বিস্তারিত জানতে গবেষণা চালিয়ে যাচ্ছেন বিজ্ঞানীরা ।।