এইদিন ওয়েবডেস্ক,মালদা,২৪ মার্চ : ব্যাঙ্ক ডাকাতি রুখতে গিয়ে আক্রান্ত হলেন নিরাপত্তার দায়িত্বে থাকা এক সিভিক ভলান্টিয়ার । বুধবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে মালদা জেলার কালিয়াচক থানার নওদা যদুপুর এলাকায় । দুষ্কৃতিদের হামলায় জখম সিভিক ভলান্টিয়ারের নাম শহিদুর রহমান(৩০) ৷ চিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে এসে তাঁকে তড়িঘড়ি উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। সেখান থেকে বৃহস্পতিবার ভোর রাতে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় । বর্তমানে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন ওই সিভিক ভলেন্টিয়ার। ব্যাঙ্কের সিসিটিভি ফুটেজের সুত্র ধরে দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে কালিয়াচক থানার পুলিশ ।
কালিয়াচক থানার কাশিমনগর মন্ডলপাড়া এলাকায় বাড়ি শহিদুর রহমানের । দীর্ঘদিন ধরে কালিয়াচক থানার অধীনে সিভিক ভলান্টিয়ারের কাজ করছেন । শহিদুর বলেন,’অনান্য দিনের মত বুধবার রাতেও নওদা যদুপুর এলাকার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সামনে আমার দায়িত্ব পড়েছিল । গভীর রাতের দিকে দেখি ৭- ৮ জন মুখ ঢাকা দুষ্কৃতী তালা ভেঙে ব্যাঙ্কে ঢোকার চেষ্টা করছে । আমি তাদের বাধা দিই ৷ তখন দুষ্কৃতীরা আমার মাথায় আগ্নেয়াস্ত্রের বাঁট দিয়ে মারে । আমার মাথা ফেটে যায় । তার পরেও ওরা সবাই মিলে আমায় এলোপাথাড়ি কিল, চ, ঘুঁষি, লাথি মারে । তখন আমি প্রাণ বাঁচাতে চিৎকার করে লোক ডাকি ।’
আক্রান্ত সিভিক ভলান্টিয়ারের চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে । কিন্তু তার আগেই চম্পট দেয় দুষ্কৃতীদল । এরপর স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ গিয়ে আহত সিভিক ভলান্টিয়ারকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় ।।