এইদিন ওয়েবডেস্ক,পূর্ব বর্ধমান,২৪ মার্চ : আজ বৃহস্পতিবার পৃথিবীর কাছাকাছি আসতে চলেছে
একটি ‘সম্ভাব্য বিপজ্জনক’ (Potentially Hazardous) গ্রহাণু (asteroid) । গ্রহাণুটির নাম ২০১৩ বিও ৭৬ (2013 BO76) । আকৃতি প্রায় দেড় কিলোমিটার । আকারটি ছোট মনে হতে পারে, তবে এটি যে প্রবল গতিতে ছুটে আসছে তাতে এটি পৃথিবীর উপর আছড়ে পড়লে বড় ক্ষয়ক্ষতি হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে । গ্রহাণুটির গতিবেগ ঘণ্টায় ৪৯,৫১৩.৪৫ কিলোমিটার বলে জানিয়েছে আমেরিকার স্পেস এজেন্সি নাসা (National Aeronautics and Space Administration or NASA) ।
তবে এটি পৃথিবীতে আছড়ে পড়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন নাসার মহাকাশ বিজ্ঞানীরা । তাঁরা জানিয়েছেন, গ্রহাণুটিকে ‘সম্ভাব্য বিপজ্জনক’ তালিকায় হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়েছে ঠিকই তবে এটি পৃথিবী থেকে ৫১,১১,৭৫৯ কিলোমিটার দূর দিয়ে উড়ে যাবে। এটি এদিন বৃহস্পতিবার পৃথিবীকে অতিক্রম করবে ।
তবে এই প্রথমই নয়, ২০১৩ সালেও একবার দর্শন দিয়েছিল এই গ্রহানু । তখন এটি ৭৮,৮৮,২৯৫ কিলোমিটার দূরত্বে পৃথিবীকে অতিক্রম করে । ফের দেখা যাবে ২০৩৩ সালে । অবশ্য তখন তার পৃথিবী থেকে ১,৯১,৮৫,৯২৬ কিমি দূরত্ব থাকবে বলে মনে করছেন বিজ্ঞানীরা ।।