এইদিন ওয়েবডেস্ক,জয়পুর(রাজস্থান),২৪ মার্চ : ‘দ্য কাশ্মীর ফাইলস’ ফিল্মটি দেখার পর সমালোচনা করে সোশ্যাল মিডিয়ায় কিছু পোস্ট করেছিলে এক দলিত যুবক । কমেন্ট পালটা কমেন্টে হিন্দুদেবদেবীদের প্রসঙ্গ এসে যায় । আর তার প্রতিক্রিয়ায় হিন্দু দেবতাদের প্রতি অবমাননাকর মন্তব্য করেছিলেন ওই যুবক । যার জেরে একদল মানুষ তাঁকে মারধর করে মন্দিরে নিয়ে গিয়ে নাক ঘষতে বাধ্য করল বলে অভিযোগ । ঘটনাটি ঘটেছে
রাজস্থানের আলওয়ার জেলার বেহরোর থানা এলাকায় । পরে রাজেশ কুমার মেঘওয়াল নামে ওই যুবক এনিয়ে ১১ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন । অভিযোগের ভিত্তিতে ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ ।
রাজেশ কুমার মেঘওয়াল একটি বেসরকারি ব্যাঙ্কে কাজ করেন । ঘটনাটি ঘটে গত মঙ্গলবার । বেহরোর সার্কেল অফিসার (সিও) আনন্দ কুমার বলেছেন, ‘রাজেশ কুমার দু-তিন দিন আগে ফেসবুকে ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবিটির সমালোচনা করে একটি পোস্ট করেছিলেন । বেশ কিছু সমালোচনামূলক মন্তব্য করেছিলেন ওই পোস্টে ।’
জানা গেছে, রাজেশ কুমার মেঘওয়াল প্রশ্ন তুলেছিলেন নৃশংসতা কেবল পণ্ডিতদের সাথে ঘটেছে, দলিতদের সাথে ঘটেনি ? পাশাপাশি তিনি পোস্টে বলেছিলেন,দরিদ্রদের প্রতিনিয়ত অত্যাচারিত হচ্ছে,অথচ তাদের সুরক্ষার কোনও ব্যবস্থাই নেই । আর মেঘওয়ালের এই পোস্টের প্রতিক্রিয়ায় কিছু লোক লিখেছিলেন ‘জয় শ্রী রাম’ এবং ‘জয় শ্রী কৃষ্ণ’। তখন তিনি পালটা প্রতিক্রিয়ায় হিন্দু দেবতাদের প্রতি কিছু অবমাননাকর মন্তব্য করেন বলে অভিযোগ । যদিও পরে তিনি রাম এবং কৃষ্ণ সম্পর্কে তার মন্তব্যের জন্য সোশ্যাল মিডিয়ায় ক্ষমা চেয়েছিলেন । কিন্তু তার পরেও কিছু স্থানীয় বাসিন্দা তাঁকে একটি মন্দিরে ক্ষমা চাইতে বাধ্য করে ।
একটি ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইর্যাল হয়েছে । ভিডিওতে দেখা গেছে কয়েকজন মিলে মেঘওয়ালকে মন্দিরে নিয়ে যাচ্ছে । মন্দিরের দরজার সামনে তাঁকে নাক ঘষতে বাধ্য করা হচ্ছে । ঘটনা প্রকাশ্যে আসতেই ব্যপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে । বহুজন সমাজ পার্টির (বিএসপি) সভাপতি মায়াবতী রাজস্থানের কংগ্রেস নেতৃত্বাধীন সরকারের তীব্র সমালোচনা করেছেন । ঘটনার প্রতিক্রিয়ায় তিনি বলেন,’রাজস্থানে কংগ্রেস নেতৃত্বাধীন সরকার দলিত ও আদিবাসীদের সুরক্ষা দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে ।’ রাজস্থানে দলিত ও আদিবাসীদের উপর অত্যাচারের বেশ কয়েকটি ঘটনা উদ্ধৃতও করেন তিনি । তিনি টুইট করে বলেছেন,’রাজস্থান কংগ্রেস সরকারের অধীনে দলিত ও আদিবাসীদের উপর অত্যাচারের ঘটনা ব্যাপকভাবে বেড়েছে । সম্প্রতি দিদওয়ানা ও ধোলপুরে দুই দলিত মেয়েকে ধর্ষণ এবং আলওয়ারে ট্রাক্টর দিয়ে এক দলিত যুবককে হত্যা এবং যোধপুরের পালিতে এক দলিত যুবকের হত্যার ঘটনা ঘটেছে । যার ফলে আতঙ্কিত দলিত সমাজ ।’তিনি রাজস্থানে রাষ্ট্রপতি শাসন জারি করার দাবি জানান ।।