এইদিন ওয়েবডেস্ক, হুগলি,২৪ ডিসেম্বর : এক বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল হুগলি জেলার তারকেশ্বর থানার বালিগরি এলাকায় । মৃতের নাম রবিন পুরকাইত(৫৫) । বৃহস্পতিবার সকালে বাড়ির অদূরেই একটি গাছ থেকে ওই প্রৌঢ়কে ঝুলন্ত অবস্থায় দেহটি দেখতে পান স্থানীয় বাসিন্দারা । বিজেপির অভিযোগ তাঁদের দলীয় কর্মীকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে । যদিও রাজনৈতিক কারনেই এই ঘটনা কিনা তানিয়ে কোনও মন্তব্য করতে চায়নি মৃতের পরিবারের লোকজন ।এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে যায় তারকেশ্বর থানার পুলিশ । পুলিশ মৃতদেহ উদ্ধার করতে গেলে বিক্ষোভ শুরু করে দেন স্থানীয় বাসিন্দারা । শেষে পুলিশের কাছ থেকে তদন্তের আশ্বাস পেলে বিক্ষোভ তুলে নেওয়া হয় ।
পরিবার সূত্রে গেছে, বুধবার বিকেলে বাড়ি থেকে বেড়িয়েছিলেন রবিন পুরকাইত । তারপর অনেক রাত পর্যন্ত তিনি বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি শুরু করে পরিবারের লোকজন । কিন্তু তাঁর খোঁজ মেলেনি । শেষে এদিন সকালে বাড়ি থেকে কিছুটা দুরে একটি গাছে ওই প্রৌঢ়কে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয়রা ।
পরিবারের দাবি মৃতদেহের মাথায় আঘাতের চিহ্ন ছিল । তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন পরিবারের সদস্যরা । বিজেপির মন্ডল সভাপতি সীতানাথ মান্নার অভিযোগ,’আমাদের দলের সক্রিয় কর্মী ছিলেন রবিনবাবু । আমাদের সন্দেহ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই ওনাকে খুন করে ঝুলিয়ে দিয়েছে ।পুলিশের কাছে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছি।”
এদিকে এই অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্বে । এদিন হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি দিলীপ যাদব বলেন,”মৃত্যু নিয়ে রাজনীতি করা বিজেপির স্বভাবে পরিণত হয়েছে।এই ধরণের ঘৃণ্য রাজনীতি তৃণমূল কংগ্রেস করে না।পুলিশ ঘটনার তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নিক।’
পুলিশ জানিয়েছে,মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরেই মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে । তবে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান এটি আত্মহত্যার ঘটনা ।।