প্রদীপ চট্টোপাধ্যার,বর্ধমান,২৩ মার্চ : রামপুরহাটের নারকীয হত্যাকাণ্ড নিয়ে বিজেপির জনপ্রতিনিধিরা বৃহস্পতিবার লোকসভা ও রাজ্য বিধানসভায় প্রতিবাদে স্বোচ্চার হবে । ওই দিন রাজ্য বিধানসভায় রাজ্যের পুলিশ মন্ত্রীর পদত্যাগের দাবিতে বিজেপি বিধায়করা স্বোচ্চার হবেন । বুধবার রামপুরহাট থেকে ফেরার পথে এদিন রাতে বর্ধমানের জেলা বিজেপি পার্টি অফিসে খানিক বিশ্রাম নেবার জন্য এসে এই কথা জানালেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংও বিশ্রাম নেওয়ার জন্য বর্ধমানের পার্টি অফিসে এসে পৌছান ।
শুভেন্দু অধিকারী এদিন আরও বলেন,’রাজ্যে খুনের রাজনীতি চলছে । পাড়ুইয়ে আবার একজন খুন হয়েছেন । রামপুরহাটের ঘটনার প্রতিবাদে লোকসভা ও বিধানসভার ভিতরে প্রতিবাদের পাশাপাশি বাইরেও প্রতিবাদ জারি রাখবে বিজেপি । রাজ্যের প্রতিটা মণ্ডলে বিজেপি কর্মীরা ঘটনার প্রতিবাদ জানাবে । স্বরাষ্ট্রমন্ত্রক ৭২ঘন্টার মধ্যে রামপুরহাটের গণহত্যা কাণ্ডের রিপোর্ট চেয়েছে। ঘটনার পর থেকে বুধবার ২৪ঘন্টা পার হয়ে গেছে। রিপোর্ট পাওয়ার পর সরাষ্ট্রমন্ত্রক পদ্ধতি মেনে পরবর্তী সিদ্বান্ত নেবে । শুভেন্দু বাবু বলেন , তাঁরা চান এন আই এ ও সি বি আই রামপুরহাটের গণহত্যা কাণ্ডের তদন্ত করুক। প্রধানমন্ত্রী নিজে ঘটনা বিষয়ে অবহিত আছেন। এ ঘটনা নিয়ে ভারতীয় জনতা পার্টি লড়াই চালিয়ে যাবে। ব্যারাকপুরের বিজেপি সাংসদ অজ্ঞুন সিং ও একই কথা শোনান ।।