এইদিন ওয়েবডেস্ক,সিন্ধ(পাকিস্থান),২৩ মার্চ : ধর্ম পরিবর্তনে রাজি না হওয়ায় গত সোমবার পাকিস্তানের সিন্ধু প্রদেশে ১৮ বছর বয়সী হিন্দু তরুণী পূজা কুমারী ওধকে (Pooja Kumari Odh) প্রকাশ্য সড়ক পথে গুলি করে খুন করা হয়েছিল । সেই ঘটনার জের কাটতে না কাটতেই ফের ১৫ বছর বয়সী এক হিন্দু কিশোরীকে জোর করে ধর্ম পরিবর্তন করে বিয়ে করার ঘটনা ঘটল । জানা গেছে, ওই নাবালিকার নাম দিয়া মেঘওয়ার(Dia Meghwar) । তার বাড়ি সিন্ধু প্রদেশের মিরপুরখাস (Mirpurkhas) এলাকায় । এদিকে একের পর এক হিন্দু মেয়েদের জোর করে ধর্মান্তরিত করে বিয়ে করার ঘটনা প্রকাশ্যে এলেও কর্ণাটকের ‘হিজাব বিতর্ক’ নিয়ে মুখ খোলা নোবেল শান্তি বিজেতা লন্ডন নিবাসী মালালা ইউসুফজাইয়ের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি । নিশ্চুপ ভারতের তথাকথিত বুদ্ধিজীবী মহলও ।
পূজা কুমারী ওধ পাকিস্তানের সিন্ধু প্রদেশের শুক্কুর জেলার রোহিতের বাসিন্দা ছিলেন । পাকিস্তানি সাংবাদিক নায়লা ইনায়াতের জানিয়েছেন, ওয়াহিদ বক্স লাশারি(Wahid Box Lashari) পূজাকে অপহরণের চেষ্টা করেছিল । এর প্রতিবাদ করতে গিয়ে সোমবার (২১ মার্চ ২০২২) তাঁকে প্রাণ হারাতে হয় । রাস্তার মাঝখানেই পূজাকে গুলি করে খুন করে লাশারি । নায়লা জানিয়েছেন,পাকিস্থানে নাবালিকা হিন্দু মেয়েদের জোর করে ধর্মান্তরিত করার একের পর এক মামলা উঠে আসছে ।পাকিস্তানে সংখ্যালঘুদের, বিশেষ করে হিন্দু মেয়েদের অপহরণ করে জোরপূর্বক বিয়ে করা এবং তাদের ধর্মান্তরিত করা সাধারণ ব্যাপার হয়ে গেছে ।
উল্লেখ্য, সম্প্রতি সিন্ধু থেকে জোর করে ধর্মান্তরিত করার জন্য দুই নাবালিকা হিন্দু মেয়েকে অপহরণ করার ঘটনা প্রকাশ্যে এসেছিল । সিন্ধুর খয়েরপুর থেকে আরতি মেঘওয়ার (১৪ বছর) এবং ঘোটকি থেকে রাবিয়া ভিল (১৩) নামে দুই নাবালিকাকে অপহরণ করা হয়। তার আগে বিন্দিয়া নামের একটি মেয়েকে প্রকাশ্য রাস্তা থেকে তুলে নিয়ে যাওয়া হয় । আজও মেয়েটির কোনও সন্ধান পায়নি পরিবার ।
পাকিস্তানের একটি ইংরাজী সংবাদপত্রের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানে প্রতি বছর সংখ্যালঘু নারী, বিশেষ করে সিন্ধু প্রদেশের হিন্দু মেয়েরা অপহৃত হয় । তাঁদের জোর করে ধর্মান্তরিত করে কট্টরপন্থী মুসলিমরা । পিপলস কমিশন ফর মাইনরিটি রাইটস এবং সেন্টার ফর সোশ্যাল জাস্টিসের একটি রিপোর্ট অনুযায়ী ২০১৩ সাল থেকে ২০১৯ সালের মধ্যে জোরপূর্বক ধর্মান্তরের ১৫৬ টি ঘটনা ঘটেছে । জোরপূর্বক ধর্মান্তরকরণ ও বিয়ে রুখতে সিন্ধু সরকার ২০১৯ সালে একটি আইন লাগু করার চেষ্টা করেছিল । কিন্তু ধর্মীয় মৌলবাদীদের বিরোধিতায় আর আইন প্রনয়ণ করতে সাহস করেনি সরকার ।।