🌺 ভারত কি মরে যাবে ? তাহলে জগৎ থেকে সমস্ত আধ্যাত্মিকতা দূর হয়ে যাবে ; সমস্ত নৈতিক মূল্যবােধ বিলুপ্ত হবে, ধর্মের প্রতি সমস্ত মধুর সহানুভূতির ভাব চলে যাবে; সব রকম আদর্শবােধ নষ্ট হয়ে যাবে । তার জায়গায় দেবদেবীরূপে যৌথ রাজত্ব চালাবে কাম এবং বিলাসিতা; সে পূজার পুরােহিত হবে অর্থ; প্রতারণা, পাশবিক বল এবং প্রতিযােগিতা হবে পূজাপদ্ধতি; আর মানবাত্মা হবে সে-পূজার বলি । এ কখনােই হতে পারে না । সহিষ্ণুতার শক্তি কর্মশক্তির চেয়ে লক্ষগুণে বড়, প্রেমের শক্তি ঘৃণার শক্তির চেয়ে অনন্তগুণে বেশি।
ভারত আবার উঠবে, জড়ের শক্তিতে নয়, চৈতন্যের শক্তিতে। বিনাশের বিজয়পতাকা নিয়ে নয়; শান্তি ও প্রেমের পতাকা নিয়ে সন্ন্যাসীর গৈরিক বেশ সহায়ে; অর্থের শক্তিতে নয়, ভিক্ষাপাত্রের শক্তিতে । আমি যেন দিব্যচক্ষে দেখতে পাচ্ছি, আমাদের এই দেশজননী আবার জেগে উঠেছেন। নবজীবন লাভ করে আগের চেয়েও অনেক বেশি গৌরবময় মূর্তিতে তিনি তার সিংহাসনে উপবিষ্ট । শান্তি এবং আশীর্বাণীর সঙ্গে তার নাম সমগ্র জগতে ঘােষণা কর ।
রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার কর্তৃক প্রকাশিত “মনীষী ভাবনায় নতুন ভারত” থেকে সংগৃহীত ।