দিব্যেন্দু রায়,কাটোয়া(পূর্ব বর্ধমান),২২ মার্চ : যাত্রী সেজে টোটোয় উঠেছিল ৩ কুখ্যাত দুষ্কৃতী । কিছুটা যেতেই চালকের মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে নির্জন জায়গায় নিয়ে যায় । টোটোচালককে মারধর করে গাছে বেঁধে রেখে লুটপাট চালিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা । রবিবার সন্ধ্যায় পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার কালিকাপুর আমবাগানের কাছে এই ছিনতাইয়ের ঘটনাটি ঘটে । রাতেই এনিয়ে অভিযোগ দায়ের করেন রিপন শেখ নামে ওই টোটো চালক । অভিযোগ দায়েরের ৪৮ ঘন্টার মধ্যে এই ছিনতাইয়ের ঘটনার কিনারা করল কাটোয়া থানার পুলিশ । সিসিটিভি ফুটেজের সুত্র ধরে নদিয়া জেলার নাকাশিপাড়া থানা এলাকার বাসিন্দা আলি শেখ, নিরঞ্জন কীর্তনিয়া এবং মানাই শেখ নামে ওই ৩ দুষ্কৃতীকে চিহ্নিত করার পর তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ । মঙ্গলবার ধৃতদের কাটোয়া মহকুমা আদালতে তোলা হলে পুলিশ হেফাজতে পাঠানো হয় ।
রিপন শেখের বাড়ি দাঁইহাটের পাইকপাড়া এলাকায় । নিজের টোটো নিজেই চালান । রিপনের কথায়, ‘ঘটনার দিন সন্ধ্যায় আমি পাইকপাড়া টোটোস্ট্যান্ডে যাত্রীর জন্য অপেক্ষা করছিলাম । তখন ওই ৩ জন আমার কাছে এসে বলে অগ্রদ্বীপ ঘাটের দাসপাড়া যাবে । আমি তাদের নিয়ে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হই । কিন্তু কিছুটা যেতেই তারা টোটো থেকে নেমে পড়ে । আমার মোবাইল নম্বর নেয় । বলে সামনে একজনের সঙ্গে দেখা করেই চলে আসবে । ওরা আমায় অপেক্ষা করতে বলে । তারপর তিনজনে পায়ে হেঁটে এগিয়ে যায় । এর কিছুক্ষণ পর আমায় ফোন করে স্থানীয় একটি ইঁটভাটার কাছে যেতে বলে । তাদের কথা শুনে আমি সেখানে যাই । তারপর আমি ওই ৩ জনকে নিয়ে ফের দাসপাড়ার উদ্দেশ্যে রওনা হই । কিন্তু কালিকাপুর আমবাগানের কাছে আসতেই ওরা আমার মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে বাগানের ভিতরে নিয়ে যায় । সেখানে নিয়ে গিয়ে তিনজন মিলে আমায় মারধর করে । তারপর একটা গাছের সঙ্গে আমার হাত-পা বেঁধে লুটপাট চালায় ।’ তিনি জানিয়েছেন, তাঁর কাছ ১৭৩০০ টাকা,মোবাইল ফোন, আধার কার্ড,ভোটার কার্ড, এটিএম কার্ড ছিল । সব কিছু ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা ।
এরপর কোনওভাবে বাঁধন খুলে কাটোয়া থানায় আসেন টোটো চালক । তারপর তিনি এনিয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন । পুলিশ জানিয়েছে, ধৃতরা পুলিশের খাতায় দাগি দুষ্কৃতী বলে চিহ্নিত । এর আগেও তারা একাধিক ছিনতাইয়ের ঘটনায় যুক্ত ছিল । তারা ফের কোনও অপরাধমূলক কাজ করার মতলবে কাটোয়ার চরপানুহাট এলাকায় ঘোরাঘুরি করছিল । আর তখনই তাদের গ্রেফতার করা হয় । এই চক্রে আর কেউ জড়িয়ে আছে কিনা তা জানতে ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ ।।