জয়দীপ মৈত্র,দক্ষিণ দিনাজপুর,২১ মার্চ : জাতীয় স্তরের ক্যারাটে প্রতিযোগিতায় সাফল্য পেল দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের তিন কন্যা । রবিবার কলকাতার প্রাইভেট রোডের এআইএসএসকেতে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল । রাজ্য জুড়ে ১৩০ জন প্রতিযোগী তাতে অংশগ্রহণ করে । দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থেকে অংশগ্রহণ করেছিল আনুষ্কা বসাক,শ্রেয়শী সরকার ও দেবাংশি দাস । তাদের মধ্যে আনুষ্কা অরেঞ্জ বেল্ট ফাইটিংয়ে স্বর্ণ পদক ও কাতায় রৌপ্য পদক ছিনিয়ে আনে । বাকি দুই প্রতিযোগীদের মধ্যে শ্রেয়শী কাতায় রৌপ্য ও দেবাংশি ফাইটিংয়ে রৌপ্য পদক পায় । সোমবার তারা বাড়ি ফিরতেই তিন কন্যাকে শুভেচ্ছা জানাতে আসেন প্রতিবেশীরা ।
পদক জয়ী তিন কিশোরীর প্রশিক্ষক সমীর দত্ত জানিয়েছেন,আগামী দিনে ওই তিন জন যাতে আন্তর্জাতিক প্রতিযোগিতায় সাফল্য পায়, সেই লক্ষ্যেই তিনি প্রশিক্ষণ দিয়ে যাচ্ছেন । তার মধ্যে জাতীয়স্তরের অনান্য প্রতিযোগিতাগুলিতেও তারা অংশগ্রহ করবে বলে জানান সমীরবাবু । প্রসঙ্গত, সফল ক্যারাটে প্রশিক্ষক হিসাবে জেলা জুড়ে পরিচিতি রয়েছে সমীর দত্তের । বহু শিক্ষার্থী তাঁর কাছে প্রশিক্ষণ নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক স্তরের ক্যারাটে প্রতিযোগিতায় সাফল্য পেয়েছে । এবার তিন কন্যার এই সাফল্যে গঙ্গারামপুরের মুকুটে ফের আরও এক নতুন পালক সংযোজিত হল, তা বলাই বাহুল্য ।।