দিব্যেন্দু রায়,কাটোয়া(পূর্ব বর্ধমান),২১ মার্চ : পুরী বেড়াতে যাওয়ার পথে জল নেওয়ার জন্য ভূবনেশ্বর রেলস্টেশনে নেমেছিলেন পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার বাসিন্দা চন্দন দাস (৪৭) নামে এক ব্যবসায়ী । কিন্তু সেই সময় ট্রেনটি ছেড়ে দিলে তিনি তাড়াহুড়ো করে ট্রেনে ওঠার চেষ্টা করেন । আর তখনই পা ঢুকে যায় ট্রেন ও প্লাটফর্মের মাঝে । ওই অবস্থায় তাঁকে বেশ কিছুটা ছেঁচড়ে নিয়ে যায় ট্রেনটি । সঙ্গীসাথীরা ট্রেনের চেইন টেনে ট্রেনটিকে দাঁড় করালে রেলপুলিশ তাঁকে উদ্ধার করে কটকে নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করে । কিন্তু শেষ রক্ষা হয়নি । শনিবার রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় । পরের দিন ময়নাতদন্তের পর সোমবার মৃতদেহ আনা হয় বাড়িতে । আর এদিন দেহ আসতেন কান্নায় ভেঙে পড়েন পরিবারের লোকজন ।
জানা গেছে,কাটোয়ার ৮ নম্বর ওয়ার্ড এলাকার ঝাউতলা গলিতে বাড়ি চন্দন দাসের । বাড়িতে রয়েছেন মা সুষমাদেবী, স্ত্রী রুমাদেবী ও ছেলে অর্ণব । অর্ণব পড়াশোনা করে । এলাকাতেই একটি মুদিখানা দোকান চালাতেন চন্দনবাবু । চন্দনবাবু ও তাঁর এক বন্ধুর পরিবার মিলে মোট ৬ জনের দল শনিবার পুরী যাচ্ছিলেন । কাটোয়ায় ভোর ৩ – ৪০ ট্রেন ধরে তাঁরা হাওড়া যান । এরপর হাওড়া থেকে বালেশ্বর হয়ে তাঁরা ট্রেনে পুরী যাচ্ছিলেন । কিন্তু ভূবনেশ্বরে ঘটে যায় মর্মান্তিক দূর্ঘটনাটি ।
জানা গেছে,চন্দনবাবুর একটা পা ট্রেনে কাটা পড়ে । রাতে কটকের হাসপাতালে তাঁর অস্ত্রপচার হয় । কিন্তু অস্ত্রোপচারের কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় চন্দনবাবুর । মর্মান্তিক এই ঘটনায় শোকস্তব্ধ প্রতিবেশীরা ।।