এইদিন ওয়েবডেস্ক,গুয়াংজি(চীন),২১ মার্চ : গুয়াংজি(Guangxi) অঞ্চলে পাহাড়ের উপর ভেঙে পড়ল চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭ বিমান । কুনমিং থেকে গুয়াংজু (Guangzhou) যাচ্ছিল বিমানটিতে ৷ ফ্লাইটে ১৩৩ জন যাত্রী ছিলেন। পাহাড়ের উপর ভেঙে পড়তেই বিমানটিতে আগুন ধরে যায় । ক্রু মেম্বারসহ সমস্ত যাত্রীর আগুনে দগ্ধ হয়ে মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে ।
জানা গেছে,এদিন দুপুর ১.১৫ মিনিট নাগাদ এমইউ ৫৭৩৫ নম্বর ফ্লাইটটি দক্ষিণ-পশ্চিম ইউনান প্রদেশের কুনমিং বিমানবন্দর থেকে যাত্রা করে । বিকেল ৩.০৭ মিনিটে দক্ষিণ চীনের গুয়াংডং প্রদেশের গুয়াংজু বিমানবন্দরে অবতরণের কথা ছিল । ১৬২ আসনের বোয়িংটিতে ইকোনমি ক্লাসে ১৫০ টি ও বিজনেস ক্লাসে ১২ টি আসন রয়েছে । যাত্রার অব্যবহিত পরেই গুয়াংজি অঞ্চলে পাহাড়ের উপর ভেঙে পড়ে বিমানটি । বিমানে আগুন ধরে । সেই আগুন পাহাড়ের বনাঞ্চলে ছড়িয়ে পড়ে ।ত্রাণ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে রওনা হয়েছে । যদিও এখনও পর্যন্ত দুর্ঘটনার বিষয়ে চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের পক্ষ থেকে অফিসিয়ালি কোনও বিবৃতি দেওয়া হয়নি ।।