এইদিন ওয়েবডেস্ক, নারায়ণগঞ্জ (বাংলাদেশ), ২০ মার্চ : বাংলাদেশের নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে জাহাজের ধাক্কায় একটি লঞ্চ ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে রবিবার দুপুরে । এযাবৎ এক শিশুসহ ৫ জনের মৃতদেহ উদ্ধার হয়েছে । নিখোঁজ শতাধিক যাত্রী । পুলিশ নিহতদের পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে । স্থানীয় ও পুলিশ সুত্রে খবর,এদিন দুপুরে এমএল আশরাফ উদ্দিন নামে ওই লঞ্চটি নারায়ণগঞ্জ কেন্দ্রীয় টার্মিনাল ঘাট থেকে মুন্সীগঞ্জের দিকে যাচ্ছিল । লঞ্চটি নারায়ণগঞ্জের চর সৈয়দপুরের আলামিন নগরের ব্রিজের কাছে আসতেই রূপসী ৯ নামে কার্গোবাহী একটি জাহাজ লঞ্চটির পিছনে এসে ধাক্কা দেয় । ধাক্কার সঙ্গে সঙ্গে লঞ্চটি ডুবতে শুরু করে । লঞ্চে ঠিক কতজন যাত্রী ছিলেন সে বিষয়ে নিশ্চিত করে জানা যায়নি । তবে লঞ্চের ভিতর ও বাইরে মিলে শতাধিক যাত্রী ছিল বলে অনুমান স্থানীয় বাসিন্দাদের ।
জানা গেছে,দুর্ঘটনার লঞ্চের উপরে দাঁড়িয়ে থাকা ১৫ থেকে ২০ যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হয় । কিন্তু ভিতরের একজন যাত্রীও বেড়িয়ে আসার সুযোগ পায়নি । লঞ্চের ভিতরের সমস্ত যাত্রীর সলীল সমাধি হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে । এদিকে খবর পেয়েই দূর্ঘটনাস্থলে ছুটে আসে বিআইডাব্লিউটিএ, ফায়ার সার্ভিস, নৌ বাহিনী, নৌ পুলিশ ও কোস্টগার্ড । তারা সমবেতভাব্ব উদ্ধার কাজ শুরু করে ।
বিআইডব্লিউটিএ’র উপ-পরিচালক (নৌ নিরাপত্তা বিভাগ) বাবু লাল বৈদ্য জানান, একটি জাহাজের ধাক্কায় লঞ্চটি ডুবে গেছে। এখনও অনেকে নিখোঁজ রয়েছেন। উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে। এক শিশুসহ ৫ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে ।।