দিব্যেন্দু রায়,কেতুগ্রাম(পূর্ব বর্ধমান),২০ মার্চ : কুপনের টোপ দিয়ে শাড়ি বিক্রি করার নামে প্রতারণার অভিযোগ উঠল এক ফেরিওয়ালা যুবকের বিরুদ্ধে । পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রামের শ্রীপুর গ্রামের বাসিন্দা অপর্ণা মাজি নামে এক গৃহবধূর অভিযোগের ভিত্তিতে সমীর শেখ(২১) নামে ওই ফেরিওয়ালাকে গ্রেফতার করেছে কেতুগ্রাম থানার পুলিশ । ধৃতের বাড়ি মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি এলাকায় । গৃহবধুর অভিযোগ ওই যুবকের কাছে কেনা শাড়ি থেকে পাওয়া কুপনে সোনার গহনা পুরষ্কার পেয়েছিলেন তিনি । কিন্তু তার জন্য সে মোটা অঙ্কের টাকা দাবি করে । আর তারপরেই তিনি পুলিশের দ্বারস্থ হন ।
জানা গেছে,সাগরদিঘির বাসিন্দা সমীর শেখ বাইকে করে গ্রামে গ্রামে ঘুরে শাড়ি বিক্রি করতেন । বাইকে শাড়ির পাশাপাশি থাকতো কিছু বৈদ্যুতিন সরঞ্জাম ।তিনি শাড়ি পিছু একটি করে কুপন দিতেন । আর ওই কুপনের মাধ্যমে আকর্ষনীয় পুরষ্কার জেতার কথা বলে তিনি মহিলাদের প্রলুব্ধ করতেন । কিন্তু কেউ কুপন স্ক্রাচ করে দামি কোনও পুরষ্কার জিতলে তাঁর কাছ থেকে ওই যুবক মোটা টাকা দাবি করতেন বলে অভিযোগ ।
জানা গেছে,শনিবার কেতুগ্রাম থানার শ্রীপুর গ্রামে শাড়ি বিক্রি করতে গিয়েছিলেন সমীর শেখ । তিনি যখন স্থানীয় একটি সারের দোকানের সামনে পসরা সাজিয়ে অপেক্ষা করছিলেন সেই সময় শাড়ি কিনতে আসেন অপর্ণা মাজি নামে ওই গৃহবধূ । অপর্ণাদেবী বলেন, ‘ওই যুবক আমায় বলে তার এক খরিদ্দার নাকি কুপনে একটি এলইডি টিভি পেয়েছিলেন । কিন্তু শর্ত মত ৭ হাজার টাকা না দেওয়ায় তাঁকে টিভি ডেলিভারি দেওয়া হয়নি । যুবক আমায় বলে ৭ হাজার টাকা দিলে টিভিটি দিয়ে দেবে । কিন্তু আমি রাজি হইনি । পরিবর্তে তার কাছে আমি একটি শাড়ি কিনি । তাতেও একটি কুপন ছিল । আর কুপন স্ক্রাচ করতেই দেখি একজোড়া সোনার বালা পুরস্কার রয়েছে । তখন আমি আমার পুরস্কার দাবি করলে ওই ফেরিওয়ালা আমার কাছে ২৫ হাজার টাকা দাবি করে ।বুঝতে পারি সবটাই ভুয়ো ।’
জানা গেছে,কুপনের পুরষ্কার নিয়ে অপর্ণা মাজির সঙ্গে সমীর শেখের বেশ কিছুক্ষন তর্কাতর্কি হয় । ইতিমধ্যে ওই যুবক শ্রীপুর গ্রাম থেকে চলে যায় । এদিকে অপর্ণাদেবী কেতুগ্রাম থানায় গিয়ে ওই ফেরিওয়ালার বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন । অভিযোগ পেতেই ওই দিন রাতে সমীর শেখকে তাঁর বাড়ি থেকে গ্রেফতার করে কেতুগ্রাম থানার পুলিশ । পাশাপাশি ধৃতের বাইক ও তার বাইকে ঝোলানো দুটি এলইডি টিভি, গ্যাস ওভেন, একাধিক হেয়ার ড্রায়ার,একাধিক ইনডাকশন কুকার, ফ্লাক্স, বেশকিছু শাড়ি বাজেয়াপ্ত করা হয় । রবিবার ধৃতকে কাটোয়া মহকুমা আদালতে তোলা হলে ৫ দিনের জন্য জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক ।।