এইদিন ওয়েবডেস্ক,রানাঘাট(নদীয়া),২০ মার্চ :
দলীয় কর্মীদের সঙ্গে ‘দ্য কাশ্মীর ফাইলস’ চলচিত্র দেখে বাড়ি ফেরার পথে আক্রান্ত হলেন নদীয়া জেলার রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার । সাংসদ বলেন,’শনিবার আমরা কয়েকজন মিলে ‘দ্য কাশ্মীর ফাইলস’ চলচিত্রটি দেখে বাড়ি ফিরছিলাম । সেই সময় পেছন থেকে কেউ আমার গাড়িতে বোমা ছুড়ে মারে । আমরা এই বোমা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছি ।’ তাঁর অভিযোগ,’সংশ্লিষ্ট থানায় যথা সময়ে জানানো হলেও পুলিশ ১০ মিনিট দেরিতে ঘটনাস্থলে এসে পৌঁছায় ।’
সাংসদ বলেন, ‘রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় পশ্চিমবঙ্গে কেউ সুরক্ষিত নয় । রাজ্য সরকার গণতন্ত্রকে ধ্বংস করেছে । রাজ্যের বর্তমান পরিস্থিতি থামাতে ৩৫৬ ধারা অর্থাৎ রাষ্ট্রপতির শাসন জারি করা উচিত । নইলে এসব বন্ধ হবে না ।’
গত ১১ মার্চ মুক্তি পেয়েছে ‘দ্য কাশ্মীর ফাইলস’ চলচিত্রটি । বিবেক অগ্নিহোত্রী পরিচালিত এই ছবিটি উগ্রপন্থী ও মৌলবাদীদের দ্বারা কাশ্মীরী পন্ডিতদের নরসংহার ও বাস্তুচ্যুত করার ঘটনা অবলম্বনে তৈরি । চলচিত্রটি রিলিজ হওয়ার পর থেকেই দেশের রাজনৈতিক মহলে কার্যত আলোড়ন পড়ে গেছে । সম্প্রতি নবদ্বীপের একটি সিনেমা হলে ছবিটি দেখানো হয়েছে । শনিবার নিজের ব্যক্তিগত কালো রঙের স্করপিও গাড়িতে চড়ে সেখানে সিনেমাটি দেখতে গিয়েছিলেন রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার । তার সঙ্গে পরিচিত কয়েকজন ছিলেন । সিনেমা দেখে ফেরার পথে তাঁর গাড়ি লক্ষ্য করে দূষ্কৃতীরা বোমা ছোড়ে বলে অভিযোগ । অল্পের জন্য প্রাণে বাঁচেন সাংসদ ও তাঁর সঙ্গীসাথীরা ৷ ঘটনার প্রতিবাদে কিছুক্ষণের জন্য স্থানীয় সড়কপথ অবরোধ করে রাখেন বিজেপি কর্মীরা ৷ এনিয়ে হরিণঘাটা থানায় একটি অভিযোগও দায়ের করা হয়েছে । তবে রবিবার বেলা পর্যন্ত কোনও গ্রেফতারির খবর নেই বলে জানা গেছে । পুলিশ জানিয়েছে, দুষ্কৃতীদের সন্ধান চলছে ।।