এইদিন ওয়েবডেস্ক,ক্যানবেরা,২০ মার্চ : রাশিয়ায় অ্যালুমিনিয়াম আকরিক রপ্তানি নিষিদ্ধ ঘোষণা করল অস্ট্রেলিয়া । রবিবার অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন এই ঘোষণা করেন । সেই সঙ্গে তিনি ইউক্রেনকে বেশ কিছু সহায়তার ঘোষণাও করেছেন এদিন । মরিসন বলেন, ‘অস্ট্রেলিয়া একটি নতুন সহায়তা প্যাকেজের অংশ হিসাবে ‘সাহসী এবং সাহসী প্রতিরোধকে সমর্থন করার জন্য’ (support the brave and courageous resistance) ইউক্রেনকে কয়লা এবং আরও সামরিক সরঞ্জাম সাহায্য করবে । যার মধ্যে জরুরী মানবিক সহায়তায় ৩০মিলিয়ন ডলার অন্তর্ভুক্ত রয়েছে ।’ সেই সঙ্গে তিনি রাশিয়ার বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘রাশিয়াকে তার নৃশংসতার জন্য চরম মূল্য দিতে হবে । শুধু অর্থনৈতিকভাবেই নয়, মূল্য দিতে হবে কূটনৈতিক দিক থেকেও ।’
প্রসঙ্গত,বক্সাইট, অ্যালুমিনাসহ অ্যালুমিনিয়াম আকরিক মূলত সমরাস্ত্র তৈরিতে ব্যাবহৃত হয় । রাশিয়া তার অ্যালুমিনার চাহিদার ২০ শতাংশ অস্ট্রেলিয়ার উপর নির্ভর করে । অস্ট্রেলিয়ার এই নিষেধাজ্ঞার ফলে অনেকটাই চাপে পড়ে যাবে রাশিয়া । তবে শুধু অ্যালুমিনিয়াম আকরিক রপ্তানি নিষিদ্ধ ঘোষণা করাই নয়,এ পর্যন্ত ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ ব্যবসায়ীদের পাশাপাশি ৩৩টি রুশ সংস্থাসহ ৪৪৩ জন ব্যক্তির ওপর মোট ৪৭৬টি নিষেধাজ্ঞা জারি করেছে অস্ট্রেলিয়া ।
এদিকে রবিবার ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন ২৫ তম দিনে পড়ল । রাশিয়ার হামলায় ইউক্রেন কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বহু মানুষ হতাহত হয়েছেন । জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী এযাবৎ প্রায় ৩৩ লাখ ইউক্রেনীয় মানুষ পাশের দেশগুলোতে আশ্রয় নিয়েছে । অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী মারিস পেইন এদিন বিষয়টি ‘যুদ্ধাপরাধ’ হিসাবে বর্ণনা করে বলেন, ‘নিরপরাধ বেসামরিক এবং বেসামরিক অবকাঠামো লক্ষ্যবস্তু করা হচ্ছে ।’।