দিব্যেন্দু রায়,ভাতার(পূর্ব বর্ধমান),১৯ মার্চ : হোলি উপলক্ষে বেলা দুটো পর্যন্ত মদের দোকান বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল প্রশাসন । কিন্তু সেই নিষেধাজ্ঞা অমান্য করেই এক ব্যবসায়ী দোকান খুলে রেখেছিল বলে অভিযোগ অপর ব্যবসায়ীর । আর তা নিয়ে ঝামেলার জেরে দফায় দফায় সংঘর্ষে জড়াল দুই ব্যবসায়ী পরিবারের লোকজন । ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার মাহাতা গ্রামে । সংঘর্ষে জখম হয়েছেন প্রাক্তণ সেনাকর্মী তথা মাহাতা পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান কর্ণ সাহা । শনিবার তিনি এনিয়ে ভাতার থানায় অভিযোগ দায়ের করেছেন । পালটা অভিযোগ দায়ের করেছেন বৃন্দাবন ঘোষ নামে এক ব্যবসায়ী ।
স্থানীয় সূত্রে জানা গেছে,মাহাতা গ্রামে স্বাস্থ্যকেন্দ্রের অদূরেই ওই গ্রামের বাসিন্দা কর্ণ সাহার এক আত্মীয়ের একটি এফএলঅফ সপের দোকান রয়েছে । সেখান থেকে অল্প কিছু দুরে বলগোনা গুসকরা সড়কপথের পাশে একই গ্রামের বাসিন্দা বৃন্দাবন ঘোষের একটি ধাবা রয়েছে । তাঁরও এফএলঅন শপের লাইসেন্স রয়েছে । পাশাপাশি একই দোকান হওয়ার সুবাদে এমনিতেই দুই ব্যবসায়ীর মধ্যে প্রচ্ছন্ন প্রতিযোগিতা ছিল । তবে কোনও দিন ঝামেলা বাধলেও একে অপরের দোকানের উপর কড়া নজর রেখে চলতেন । শেষে শুক্রবার দুই ব্যবসায়ীর মধ্যে তুমুল অশান্তি বেধে যায় ।
জানা গেছে,কর্ণ সাহার আত্মীয় অভিযোগ তোলেন তিনি প্রশাসনিক নিষেধ মেনে দোকান বন্ধ রাখলেও বৃন্দাবন ঘোষ যথারীতি দোকান খুলে বেচাকেনা চালিয়ে যাচ্ছেন । শুক্রবার থেকেই দুই ব্যবসায়ীর মধ্যে এনিয়ে অশান্তি চলছিল । বেলার দিকে একপ্রস্থ সংঘর্ষও । পুলিশও যায় । শনিবার ফের সংঘর্ষ বেধে যায় দুই পরিবারের মধ্যে । সংঘর্ষের জেরে কর্ণ সাহার মাথা ফাটে ।
বৃন্দাবন ঘোষ ও তার পরিবারের লোকজন লাঠিসোঁটা নিয়ে চড়াও হয়ে তাঁকে বেদম মারধর করেছে বলে অভিযোগ কর্ণবাবুর স্ত্রী চন্দ্রা সাহার । অন্যদিকে বৃন্দাবন ঘোষের পালটা অভিযোগ কর্ণ সাহারাই তাঁদের উপর চড়াও হয়ে মারধর করেছে । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।।