এইদিন ওয়েবডেস্ক, নিউইয়র্ক,১৯ মার্চ : ইউক্রেনে সামরিক অভিযানের পর থেকে রাশিয়ার উপর একের পর নিষেধাজ্ঞা জারি করেছে আমেরিকা, ব্রিটেনসহ পশ্চিমি দেশগুলো । এবার এই নিষেধাজ্ঞার খোলাখুলি সমালোচনা করল চীন । বৃহস্পতিবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অধিবেশনে এনিয়ে বলতে গিয়ে জাতিসংঘে চীনের স্থায়ী সদস্য ঝাং জুন বলেছেন, ‘বিশ্বব্যাপী অর্থনৈতিক পুনরুদ্ধারের সময় রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ ভুল পদক্ষেপ । আমরা আগেও দেখেছি নিষেধাজ্ঞা জারি করে কোনো সমস্যার সমাধান হয়নি । উলটে নতুন সমস্যা তৈরি করেছে ।’
সেই সঙ্গে তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন,’পশ্চিমি দেশগুলির এই ধরনের পদক্ষেপের কারণে বিশ্বজুড়ে খাদ্য ও জ্বালানি সংকট প্রকট হবে । তার নেতিবাচক প্রভাব পড়বে উন্নয়নশীল দেশের মানুষের জীবিকার উপর ।’ তিনি জানান,জাতিসংঘের অন্য দেশগুলোর মতই চীনও ইউক্রেনে যুদ্ধবিরতি চায় । তবে তিনি আমেরিকাকে কটাক্ষ করে বলেন, ‘আমরা আশা করি সব পক্ষ শান্তি আলোচনা জোরদার সহায়তা করবে এবং আগুনে ঘি ঢালার কাজ করবে না ।’
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের সামরিক অভিযানের নির্দেশ দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন । এর পর থেকে ইউক্রেনে হামলা চালাচ্ছে রুশ সেনারা । হামলা শুরুর পর থেকেই মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন দেশ রাশিয়ার ওপর নানা ধরনের নিষেধাজ্ঞা আরোপ করে । এদিকে এই পরিস্থিতিতে চরম বিপাকে পড়ে গেছে রাশিয়ার অন্যতম বন্ধুরাষ্ট্র চীন । তাঁরা যুদ্ধবিরতির পক্ষে হলেও এখনও রাশিয়ার আগ্রাসনের নিন্দা জানায়নি ।।