এইদিন ওয়েবডেস্ক,বেঙ্গালুরু,১৯ মার্চ : ‘হিজাব ইস্যু’ নিয়ে কর্ণাটক হাইকোর্টের রায়ে অসন্তুষ্ট পড়ুয়ারা পরীক্ষা বয়কট করতে শুরু করেছে । এদিকে তাঁদের বিরুদ্ধে কড়া মনোভাব নিয়েছে কর্ণাটক সরকার । জানা গেছে,হিজাব বিতর্কের কারনে পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের দ্বিতীয় সুযোগ দেওয়ার কথা বিবেচনা করছে কর্ণাটক সরকার । তবে যারা পরীক্ষায় অংশ নিতে পারেনি সরকার শুধুমাত্র তাদের দিকেই সাহায্যের হাত বাড়িয়ে দেবে । কিন্তু যারা পরীক্ষা বয়কট করেছে তাদের ফের পরীক্ষায় বসার অনুমতি দেওয়া হবে না বলে জানা গেছে । এর পরেও দক্ষিণ কন্নড় জেলার উপ্পিনাগাদি (Uppinagangadi) সরকারি কলেজে কিছু মুসলিম পড়ুয়া প্রি-বোর্ড পরীক্ষা বয়কট করেছে । হাইকোর্টের রায় অনুযায়ী মেয়েদের হিজাব খুলে ফেলতে বলা হলে তারা পরীক্ষা বর্জন করে বলে খবর ।
এদিকে হিজাব নিয়ে কর্ণাটক হাইকোর্টের রায়ের পর এখন স্কুলে ইউনিফর্ম নিয়ম লঙ্ঘন করতে মিছিল শুরু করেছে মুসলিম ছেলেরা । বৃহস্পতিবার রাইচুরের (Raichur) একটি উর্দু স্কুলের এক মুসলিম ছাত্র ‘তাকিয়াহ ক্যাপ’ বা ধর্মীয় ‘স্কাল টুপি’ পড়ে স্কুল প্রাঙ্গণে প্রবেশ করার চেষ্টা করলে একজন শিক্ষক তাকে বাধা দেয় । ক্লাসে ঢোকার আগে তাকে টুপি খুলে ফেলতে বলা হয় । পাশাপাশি ওই স্কুলের বেশ কয়েকজন মেয়ে হিজাব পরা অব্যাহত রেখেছে । তবে ক্লাসে ঢোকার আগে মেয়েদের হিজাব খুলে ফেলতেও বলা হয় ।
অন্যদিকে বৃহস্পতিবার কর্ণাটকের দেবনাহল্লির (Devanahalli) একটি সরকারি কলেজের কয়েকজন ছাত্রী হিজাব পড়ে ক্লাসে ঢোকার চেষ্টা করলে তাঁদের বাধা দেন স্থানীয় তহশিলদার । সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইর্যাল হয়েছে । তহশিলদারকে ছাত্রীদের উদ্দেশ্যে তাঁকে বলতে শোনা যায়,’সমস্ত ভারতীয়দের অবশ্যই আদালতের আদেশ অনুসরণ করতে হবে । আশা করি আপনারাও ভারতীয় হিসাবে আদালতের রায়কে সম্মান করবেন ।’
প্রসঙ্গত,জানুয়ারী মাসের প্রথম সপ্তাহে কর্ণাটকের উদুপির একটি কলেজ থেকে হিজাব বিতর্কের শুরু ।
আটজন মুসলিম মেয়ে হিজাব পড়ে ক্লাসে ঢোকার চেষ্টা করলে কলেজ কর্তৃপক্ষ তাঁদের বাধা দেয় । তাঁরা এনিয়ে কর্ণাটক হাইকোর্টে একটি রিট পিটিশন দাখিল করেন । পিটিশন দাখিলকারীরা আদালতে জানায়,হিজাব পরা ‘ইসলামের অবিচ্ছেদ্য অনুশীলন’ । এটা পালন করা তাঁদের ‘মৌলিক অধিকার’ । আর ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ ১৪ এবং ২৫ তাঁদের সেই ‘মৌলিক অধিকার’ পালনের স্বীকৃতি দেয় । কিন্তু গত ১৫ মার্চ কর্ণাটক হাইকোর্ট মুসলিম ছাত্রীদের দ্বারা দায়ের করা রিট পিটিশন খারিজ করে জানায়, ‘হিজাব ইসলামে অপরিহার্য অনুশীলন নয় ।’।