শ্যামসুন্দর ঘোষ,পূর্ব বর্ধমান,১৮ মার্চ : শুক্রবার দোলযাত্রা উপলক্ষে আনন্দে ভাসলো পূর্ব বর্ধমান জেলা । ফাল্গুন মাসের পূর্ণিমা তিথির এই উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন ধর্মীয় স্থানগুলিতে আয়োজন করা হয়েছে হরিনাম সংকীর্তনের । বিভিন্ন সংস্থা ও সংগঠনের পক্ষ থেকে আবির ও রং খেলার মধ্য দিয়ে পালন করা হচ্ছে বিশেষ এই উৎসবটি । এছাড়া প্রতিটি এলাকার অলিতে গলিতে বিভিন্ন বয়সের মানুষ মেতেছে রঙের উৎসবে । এক কথায় এদিন দোলযাত্রায় রঙবেরঙের আবীর ও রঙে কার্যত রঙীন হয়ে উঠেছে পূর্ব বর্ধমান জেলা ।
এদিন বেলা বাড়তেই পূর্বস্থলীর পাড়ায় পাড়ায় শুরু হয় আবির এবং রং খেলা । সেই সঙ্গে খোল, করতাল, হারমনিয়াম সহযোগে হরিনাম সংকীর্তন করতে করতে নগর পরিক্রমায় বেরিয়ে পরেন পূণ্যার্থীদের দল । পথচারীদের মাথায় গালে আবির মাখিয়ে মিষ্টি খাওয়ান তাঁরা । পূর্বস্থলীর রেলবাজার থেকে একটি বড় দল নগরপরিক্রমায় বের হয় । পূর্বস্থলী সাংস্কৃতিক মঞ্চের পরিচালনায় ও পূর্বস্থলী গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে নগর পরিক্রমার উদ্বোধন করেন জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ তথা জাতীয় শিক্ষক দেবাশিষ নাগ । ছিলেন পঞ্চায়েতের উপপ্রধান পঙ্কজ গাঙ্গুলী,সাংস্কৃতিক মঞ্চের সভাপতি নিরঞ্জন বিশ্বাস প্রমুখ। আবির খেলায় সাধারণ মানুষ এসেও সামিল হন । রেলবাজার থেকে বেরিয়ে পান্ডবপাড়া, হাসপাতালপাড়া, বৈদিকপাড়া, চৌরঙ্গী, রথতলা প্রভৃতি এলাকা ঘোরে নগর পরিক্রমাকারী দলটি । ফের রেলবাজারে ফিরে এসে নগরপরিক্রমা শেষ হয় । আবির খেলা দেখতে ঘর থেকে বেরিয়ে আসেন উৎসুক বাসিন্দারা ।
পূর্বস্থলীর পাশাপাশি পূর্ব বর্ধমান জেলার ভাতার, কাটোয়া,মঙ্গলকোটসহ সমস্ত এলাকার বহু ধর্মীয়স্থানে আয়োজন করা হয়েছে হরিনাম সংকীর্তনের । ভাতারে সকাল হতেই আবীর খেলায় মেতে ওঠে কচিকাঁচা ও কিশোর কিশোরীরা । বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে কীর্তন সহযোগে নগর পরিক্রমা বের করা হয় । প্রতি বারের মত এবারেও দোলযাত্রা উপলক্ষে ভাতার বাজারের মহাপ্রভু তলায় আয়োজন করা হয়েছে তিন দিনের বিশেষ পূজার্চনা । পাশাপাশি চলছে হরিনাম সংকীর্তন । শনিবার অনুষ্ঠানের শেষ দিনে প্রসাদের ব্যাবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা ।।