এইদিন ওয়েবডেস্ক,ভুতনি(মালদা),১৭ মার্চ : দিঘির দখল ঘিরে তুমুল বোমাবাজির ঘটনা ঘটল মালদা জেলার ভুতনি থানার উত্তর চন্ডিপুর এলাকায় । বুধবার সন্ধায় বোমাবাজির খবর পেয়ে ঘটনাস্থলে যায় ভুতনি থানার পুলিশ । গ্রেফতার করা হয় ৮ জনকে । বৃহস্পতিবার ধৃতদের মালদা জেলা আদালতে পাঠানো হয় । এলাকায় উত্তেজনা থাকায় পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে ।
জানা গেছে,উত্তর চন্ডিপুর এলাকায় পুলিনটোলা ডাব নামে একটি বড় দিঘি রয়েছে । সেখানে মাছ ধরার জন্য সরকারিভাবে ডাক হত । তবে বহু কাল আগে তা বন্ধ হয়ে গেছে । বর্তমানে স্থানীয় বাসিন্দারা ওই দিঘিতে মাছ ধরেন । আর তা থেকে ওই সংলগ্ন এলাকার পরিবারগুলির সংসার চলে । আর এই পুলিনটোলা ডাবের দখল নিয়ে বিগত প্রায় দু’দশকের অধিক সময় ধরে প্রতিবেশী গ্রামের বাসিন্দাদের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের মধ্যে অশান্তি চলছে । প্রায়ই অশান্তি চরম আকার ধারন করে । বুধবার সন্ধায় দু’পক্ষের মধ্যে ফের একপ্রস্থ অশান্তি বেধে যায় ।
জানা গেছে,একপক্ষ দিঘির জাল ফেলে মাছ ধরার চেষ্টা করলে অন্যপক্ষ বাধা দেয় । এনিয়ে দু’পক্ষের মধ্যে চরম ঝামেলা বেধে যায় । তারই মাঝে একপক্ষ অন্যের দিকে এলোপাথাড়ি বোমাবাজি করে বলে অভিযোগ । খবর পেয়ে বিশাল পুলিশবাহিনী গিয়ে পরিস্থিতি সামাল দেয় l বোমাবাজির ঘটনা রীতিমতো আতঙ্ক ছড়ায় এলাকায় । বোমাবাজির ঘটনায় যুক্ত ৮ জনকে বুধবার রাতেই গ্রেফতার করে পুলিশ ।।