এইদিন ওয়েবডেস্ক,জম্মু ও কাশ্মীর,১৭ মার্চ : নব্বইয়ের দশকে জম্মু ও কাশ্মীরে ইসলামিক জিহাদি এবং সন্ত্রাসবাদীরা কাশ্মীরী পন্ডিতদের নরসংহার ও বাস্তুচ্যুত করেছিল । সেই নৃসংস ও মর্মস্পর্শী ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে ‘দ্য কাশ্মীর ফাইলস’ চলচিত্রটি । ছবিটি গোটা বিশ্বজুড়ে ব্যাপক প্রভাব ফেলতে শুরু করেছে । এদিকে বাস্তব ঘটনা প্রকাশ্যে আসতেই কাশ্মীরী পন্ডিতদের নরসংহার ও কাশ্মীর থেকে তাঁদের বিতাড়ন নিয়ে এতদিন যাদের মুখ খুলতে দেখা যায়নি,এবার তাঁরা মুখ খুলতে শুরু করেছেন । ছবিটি নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারকে নিশানা করেছেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ এবং মেহবুবা মুফতি ।
পিপলস ডেমোক্রেটিক পার্টি (পিডিপি) সভাপতি মেহবুবা মুফতি টুইট করেছেন,’ভারত সরকার যেভাবে আগ্রাসীভাবে কাশ্মীরের ফাইল প্রচার করছে এবং কাশ্মীরি পণ্ডিতদের বেদনাকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে, তাতে তাদের উদ্দেশ্য পরিষ্কার। পুরোনো ক্ষত সারানো এবং দুই সম্প্রদায়ের মধ্যে একটি অনুকূল পরিবেশ তৈরি করার পরিবর্তে তারা ইচ্ছাকৃতভাবে একটি ব্যবধান তৈরি করছে ।’
প্রসঙ্গত,কাশ্মীরী পন্ডিতদের যখন নরসংহারের ঘটনা ঘটেছিল তখন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ছিলেন ফারুক আবদুল্লাহ । কেন্দ্রে স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন মেহবুবার বাবা মুফতি মোহাম্মদ সাঈদ । তা সত্ত্বেও কাশ্মীরীদের নরসংহার ও বাস্তুচ্যুত করা নিয়ে কোনও প্রকার আফশোসের সুর শোনা যায়নি মেহবুবা মুফতির গলায় । উলটে ‘দ্য কাশ্মীর ফাইলস’ চলচিত্রের মাধ্যমে সত্য ঘটনা প্রকাশ্যে আনার জন্য বিজেপি সরকারকেই দুষেছেন তিনি ।
অন্যদিকে সেই সময়ের মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ আবার তৎকালীন রাজ্যপাল জগমোহনকে দায়ী করেছেন । তিনি বলেন,’জগমোহন আজ এই পৃথিবীতে নেই, নইলে সত্যি বলতেন ।’ সেই সঙ্গে কাশ্মীরী পন্ডিতদের উপর ঘটে যাওয়া অমানবিক ঘটনার তদন্তের দাবিও জানিয়েছেন । তিনি বলেন,’আমি আজ এই পুরো ঘটনাটির তদন্ত দাবি করছি । সকলের জানা উচিত কাশ্মীরি পণ্ডিতদের দেশত্যাগ কীভাবে ঘটল ? কেন তাদের হত্যা করা হলো ? এটা কার ষড়যন্ত্র ? এ জন্য সুষ্ঠু তদন্ত প্রয়োজন ।’ তিনি সুপ্রিম কোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতির দ্বারা ঘটনার তদন্ত করা এবং জগমোহনের ফাইল খোলারও দাবি জানান । অবশ্য পরিশেষে ‘দ্য কাশ্মীর ফাইলস’ চলচিত্রের ঘটনাবলীর সত্যতা নিয়েও প্রশ্ন তুলতে ছাড়েননি ফারুক আবদুল্লাহ । তাঁর কথায়, ‘প্রতিটি ছবির নিজস্ব গল্প থাকে এবং প্রতিটি ছবিই সত্য হতে হবে এমন নয় ।’।