এইদিন ওয়েবডেস্ক,আউশগ্রাম,২৩ ডিসেম্বর : পুকুর পাড় থেকে দুটি তাজা বোমা এবং বোমা তৈরির বেশ কিছুটা মশলা উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল আউশগ্রাম ব্লকের কল্যানপুর গ্রামে । খবর পেয়ে দুটি বোমা ও বেশ কিছুটা বোমার মশলা সহ টিফিন কৌটো উদ্ধার করেছে আউশগ্রাম থানার পুলিশ । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ । এদিকে এই ঘটনা ঘিরে বিজেপি-তৃণমূলের মধ্যে চাপানউতোর শুরু হয়ে গেছে ।
স্থানীয় সূত্রে জানা গেছে,এদিন সকালে কল্যাণপুর গ্রামের ওই পুকুরের পাড়ে কয়েকজন শিশু খেলাধুলা করছিল । তখন তারা প্লাসটিকে মোড়া টিফিন কৌটো দেখতে পায় । তার পাশেই ছিল দুটি তাজা বোমা । ছিল বোমা বাঁধার সুতলি দড়ি । এই দেখে ওই শিশুদের মধ্য থেকে একজন বাড়ি গিয়ে ঘটনার কথা বলে । তারপর তার বাড়ির লোকজন ওই পুকুর পাড়ে যায় । তারা বুঝতে পেরে প্রথমে নিরাপদ দুরত্ব থেকে বোমাদুটি ও বোমার মশলায় জল ঢেলে নিষ্ক্রিয় করে । এরপর গ্রামবাসীদের কাছ থেকে খবর পেয়ে বোমা ও বোমার মশলা উদ্ধার করে নিয়ে আসে আউশগ্রাম থানার পুলিশ ।
কল্যাণপুর গ্রামের বাসিন্দা গৃহবধূ হানুফা বিবির অভিযোগ, ‘আমরা এখন বিজেপি করছি । তাই ফতেপুর গ্রামের তৃণমূলের লোকজন আমাদের উপর হামলা করার জব্য ওই বোমাগুলি মজুত করছিল।’
অন্যদিকে আউশগ্রাম-১ ব্লক তৃণমূল সভাপতি শেখ টগরের পালটা অভিযোগ, ‘এলাকায় অশান্তি ছড়ানোর জন্য বিজেপির লোকজন ওইসমস্ত বোমা মজুত করছিল । বিষয়টি প্রকাশ্যে চলে আসস্য এখন আমাদের উপর দোষারোপ করছে।”