এইদিন ওয়েবডেস্ক,দক্ষিণ ২৪ পরগনা,১৬ মার্চ : মদ ভেবে ফর্মালিন পান করে মৃত্যু হল ৩ যুবকের । গুরুতর অসুস্থ আরও ৩ যুবক । ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুর থানার অন্তর্গত কৃষ্ণমোহন স্টেশনের রেলগেট সংলগ্ন রানা এলাকায় । অসুস্থরা বর্তমানে কলকাতার চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন । স্থানীয় সুত্রে খবর,রানা এলাকার বাসিন্দা জনৈক রথীন গায়েন নামে এক ব্যক্তিদের পারিবারিক মনসা পুজো ছিল গত রবিবার । মঙ্গলবার পর্যন্ত তার জের চলে । পূজো উপলক্ষে কয়েকদিন ধরেই বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল । মঙ্গলবার রাতেও অনুষ্ঠান ছিল । আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের আমন্ত্রণ জানানো হয়েছিল ।
জানা গেছে,রথীনবাবুদের বাড়ির পাশেই রয়েছে মুরগি রাখার চালা । রাতে ওই চালার পাশে বসে মদ্যপান করছিলেন ৬ যুবক । তাঁদের মধ্যে থেকে কারোর জল পিপাসা পায় । তাই একজন জল আনতে গিয়েছিলেন । কিন্তু বাড়ি ভর্তি লোকজনের মধ্যে তিনি জলের পরিবর্তে ভুল করে ফর্মালিনের বোতল তুলে আনেন । আর তারপর মদের সঙ্গে ওই ফর্মালিন মিশিয়ে ৬ বন্ধু পান করে ।
জানা গেছে,ফর্মালিন মেশানো মদ পান করার কিছুক্ষণের মধ্যেই গলা ও শরীরের জ্বালা শুরু হয় ৬ যুবকের । ৩ জন অচৈতন্য হয়ে যান । বাকি ৩ জন যন্ত্রণায় কাতরাতে থাকলে বাড়ির লোকজন ছুটে আসে । খবর যায় বারুইপুর থানার । এরপর পুলিশ সকলকে উদ্ধার করে বারুইপুর মহাকুমা হাসপাতালে আনলে ৩ জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা । বাকি ৩ জনের অবস্থা গুরুতর হওয়ায় কলকাতায় চিকিৎসার জন্য পাঠানো হয় ।।