এইদিন ওয়েবডেস্ক,ওয়াশিংটন,১৬ মার্চ : ভারতকে অশোধিত তেলের উপর বিশেষ ছাড়ের প্রস্তাব দিয়েছে রাশিয়া । ভারত যদি এই প্রস্তাব গ্রহণ করে তাহলে তা আমেরিকান নিষেধাজ্ঞার লঙ্ঘন হবে না বলে জানালো হোয়াইট হাউস । হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি(Jen Psaki) মঙ্গলবার তাঁর দৈনিক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বলেন, ‘আমরা যে নিষেধাজ্ঞাগুলি দিয়েছি এবং সুপারিশ করেছি তা মেনে চলার জন্য প্রত্যেক দেশকে আমরা বার্তা দিয়েছি ।’ তখন সাংবাদিকরা ভারতকে অশোধিত তেলের উপর রাশিয়া যে বিশেষ ছাড়ের প্রস্তাব দিয়েছে সেই বিষয়ে জানতে চাইলে উত্তরে তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি না এটি (নিষেধাজ্ঞা) লঙ্ঘন করবে । কিন্তু এটাও ভাবতে হবে যে,বর্তমান পরিস্থিতি নিয়ে রচিত ইতিহাসে আপনি কোথায় দাঁড়াতে চান । রাশিয়ান নেতৃত্বকে সমর্থন একটি আক্রমণের প্রতি সমর্থন যা স্পষ্টতই একটি ধ্বংসাত্মক প্রভাব ফেলছে ।’
প্রসঙ্গত,ভারত ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনকে সমর্থন করেনি । উপরন্তু উভয়পক্ষকে আলোচনার মাধ্যমে মতপার্থক্য নিরসনের জন্য পরামর্শ দিচ্ছে নয়াদিল্লি । কিন্তু রাশিয়ার বিরুদ্ধে জাতিসংঘের সমস্ত প্রস্তাবে বিরত থেকেছে ভারত । এদিকে রাশিয়ার সামরিক সরবরাহের উপর ভারতের নির্ভরতার কারনে বাইডেন প্রশাসনও নয়া দিল্লির এই অবস্থান সম্পর্কে বোঝাপড়া দেখিয়েছে ।।