এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),১৫ মার্চ :
ভুয়ো রোগী সাজিয়ে স্বাস্থ্যসাথী কার্ড থেকে সরকারি অনুদানের লক্ষ লক্ষ টাকা আত্মসাতের মামলায় এবার নাম জড়াল বর্ধমান শহরের ‘মেডভিউ’ নামে একটি নার্সিংহোমের । ইতিমধ্যেই এই চক্রের অন্যতম সদস্য কাটোয়ার গাঁফুলিয়া গ্রামের বাসিন্দা সালেহার বিবি নামে এক মহিলা ও তাঁর জামাই নুরুল হাসানকে গ্রেফতার করেছে কাটোয়া থানার পুলিশ । বর্ধমান শহরের বহিলাপাড়ার বাসিন্দা ধৃত নুরুল ‘মেডভিউ’ নার্সিংহোমের কর্মচারী । পুলিশ সূত্রে জানা গিয়েছে,ওই নার্সিংহোম থেকে ৮১ টি স্বাস্থ্যসাথী কার্ড সিজ করা হয়েছে । জিজ্ঞাসাবাদের জন্য নার্সিংহোমের ডিরেক্টরকে নোটিশ করতে চলেছে কাটোয়া থানার পুলিশ । পাশাপাশি একাধিক চিকিৎসককেও ডাকা হতে পারে বলে খবর ।
প্রসঙ্গত,ভুয়ো রোগী সাজিয়ে স্বাস্থ্যসাথী কার্ড থেকে সরকারি অনুদানের লক্ষ লক্ষ টাকা আত্মসাতের ঘটনাটি সোমবার প্রকাশ্যে আসে । ওইদিন গাঁফুলিয়া গ্রামের বাসিন্দা সালেহার বিবির বাড়ি ঘেরাও করে তুমুল বিক্ষোভ দেখায় জনা পঞ্চাশের মহিলা ও পুরুষ । খবর পেয়ে ঘটনাস্থলে কাটোয়া থানার পুলিশ গেলে বিক্ষোভকারীরা পুলিশকে জানান, ১০ হাজার টাকা পাইয়ে দেওয়ার টোপ দিয়ে তাঁদের স্বাস্থ্যসাথী কার্ড থেকে সরকারি অনুদানের হাজার হাজার টাকা তুলে নেওয়া হয়েছে ।
পুলিশ প্রথমে সালেহার বিবিকে আটক করে । পরে একটি স্বতপ্রণোদিত মামলা দায়ের করে তাঁকে গ্রেফতার করা হয় । ওই দিন রাতেই বর্ধমানে হানা দিয়ে সালেহার জামাই মেডভিউ নার্সিংহোমের কর্মী নুরুল হাসানকে গ্রেফতার করে কাটোয়া থানার পুলিশ । সেই সঙ্গে নার্সিংহোম থেকে ৮১ টি স্বাস্থ্যসাথী কার্ড,কম্পিউটার, হার্ডডিস্ক, রেজিস্ট্রেশন খাতা বাজেয়াপ্ত করা হয় । মঙ্গলবার ধৃতদের কাটোয়া মহকুমা আদালতে তুলে পুলিশ ৮ দিনের জন্য নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানায় । বিচারক দাবি মত ধৃতদের পুলিশ হেফাজত মঞ্জুর করেন । এই চক্রে আর কারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িয়ে আছে তা জানতে ধৃতদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ ।।