এইদিন ওয়েবডেস্ক,ভাতাড়,২৩ ডিসেম্বর : ভাতাড়ের বেলেন্ডা গ্রামের কাছে একটি চালকলে সরকারি সহায়কমূল্যে ধান বিক্রি করছিলেন এলাকার কৃষকরা । গাড়ি করে ধান নিয়ে এসে চালকলের সামনে তাঁরা অপেক্ষা করছিলেন । কিন্তু বুধবার চালকল কর্তৃপক্ষ হঠাৎ ধান কেনা বন্ধ করে দেয় । এর প্রতিবাদে ক্ষিপ্ত কৃষকরা বিডিও অফিস চত্বরে খাদ্য পরিদর্শকের অফিসের সামনে তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করেন । পাশাপাশি কৃষকরা বর্ধমান-কাটোয়া রাজ্য সড়ক পথ অবরোধ করে রাখেন । খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যায় । শেষে ভাতারের বিডিও তপন সরকারের নির্দেশে চালকল কর্তৃপক্ষ ফের ধান কেনা শুরু করলে পরিস্থিতি স্বাভাবিক হয় ।
জানা গেছে, ভাতারের বেলেণ্ডা গ্রামের কাছে বর্ধমান-কাটোয়া রাজ্য সড়ক পথের ধারেই রয়েছে ওই চালকলটি । সরকারি সহায়ক মূল্যে ধান বিক্রির জন্য ধান বোঝাই লরি ও ট্রাক্টর নিয়ে ওই চালকলের সামনে লাইন দিয়ে অপেক্ষা করতে দেখা যাচ্ছিল এলাকার কৃষকদের । চালকল কর্তৃপক্ষ একে একে কৃষকদের ধান কিনছিলেন । বিগত কয়েকদিন ধরে এই ভাবেই ধান বিক্রি করছিলেন কৃষকরা । এদিন সকালেও শতাধিক ধানবোঝাই লরি ও ট্রাক্টরকে ওই চালকলে সামনে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায় । কিন্তু এদিন চালকল কর্তৃপক্ষ ধান কিনতে পারবে না বলে কৃষকদের জানিয়ে দেন। পরিবর্তে ভাতাড় কৃষিমান্ডিতে গিয়ে তাঁদের ধান বিক্রি করার কথা বলা হয় । এই কথা শুনতেই কৃষকরা ক্ষিপ্ত হয়ে ওঠেন ।
চালকলের মালিক অশোক হাজরা বলেন, ” আমাকে খাদ্যপরিদর্শক অফিস থেকে একটি মেসেজ পাঠিয়ে চালকলে ধান কেনা বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয় । । তাই ধান কেনা বন্ধ রাখি।”
প্রশাসন সূত্রে জানা গেছে,দিন দুয়েক আগে একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে ধান কেনার প্রক্রিয়া নিয়ে অভিযোগ তুলে ডেপুটেশন দেওয়া হয়েছিল ।তারপরেই ভাতার ব্লক খাদ্য পরিদর্শক দয়াময় গোস্বামী ওই চালকল মালিকের কাছে ধানকেনা বন্ধ রাখতে নির্দেশ পাঠান ।
স্থানীয় কৃষক মফিজুল সেখ,জয়ন্ত ঘোষরা বলেন, ‘কৃষিমান্ডিতে ধানবিক্রি বিক্রি করতে গিয়ে আমাদের বিভিন্ন সমস্যার মধ্যে পড়তে হয় । তাই চালকলেই যাতে ধানবিক্রির ব্যাবস্থা করা হয় তার দাবিতে এদিন আমরা বিক্ষোভ দেখাতে ও অবরোধ করতে বাধ্য হয়েছি ।”
জানা গেছে, এদিন চালকল মালিক ধানকেনা বন্ধ রেখে কৃষিমান্ডিতে যাবার কথা বলতেই ক্ষিপ্ত কৃষকরা ভাতার বিডিও অফিস চত্বরে খাদ্য পরিদর্শক অফিসের সামনে জড়ো হয়ে তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করেন । সেই সঙ্গে কৃষকদের একটা অংশ বর্ধমান-কাটোয়া রাজ্যসড়ক অবরোধ শুরু করে দেন । অবরোধের জেরে বেশ কিছুক্ষনের জন্য যানজটের সৃষ্টি হয় । শেষে পুলিশ ও ভাতারের বিডিওর হস্তক্ষেপে অবরোধ তুলে নেওয়া হয় ।।