শ্যামসুন্দর ঘোষ,মন্তেশ্বর(পূর্ব বর্ধমান),১৪ মার্চ : জাতিধর্ম নির্বিশেষে বসন্ত চন্ডীর পূজোয় মাতলো পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বরের কুলজোড়া গ্রামের বাসিন্দারা । প্রতি বছর ফাল্গুন মাসের একাদশী তিথিতে দেবীর বাৎসরিক পূজো হয় । মেলা বসে । যাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় । আত্মীয়স্বজনরা গ্রামে ভিড় জমান । লোকে লোকারণ্য হয়ে ওঠে গোটা গ্রাম । তবে বিগত দু’বছর করোনা পরিস্থিতিতে নিয়ম মেনে বাৎসরিক পূজো হলেও সেভাবে ধুমধাম হয়নি । এবারেও অনুষ্ঠানের জন্য প্রশাসনিক অনুমতি মেলেনি । তবে নামেমাত্র হলেও মেলা বসেছে । সেই সঙ্গে প্রাচীন বিধি মেনেই হচ্ছে দেবীর পূজো ।
মন্তেশ্বর ব্লকের পিপলন অঞ্চলের অন্তর্গত এই কুলজোড়া গ্রাম । এলাকার অন্যতম বর্ধিষ্ণু গ্রাম বলে পরিচিত । হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষের বসবাস । গ্রামে রয়েছে সম্প্রীতির ঐতিহ্যের ইতিহাস । দেবী বসন্ত চন্ডীর বাৎসরিক পূজোয় হিন্দুদের মতই মুসলিম পরিবারের আত্মীয়স্বজনরাও গ্রামে আসেন । সামিল হন উৎসবে ।
তবে এই পূজোর সূচনা কবে হয়েছিল তার সঠিক তথ্য দিতে পারেননি গ্রামবাসীরা । গ্রামবাসী পলাশ চৌধুরী,প্রদীপ সামন্তরা বলেন, ‘আনুমানিক ৩০০ বছর আগে আমাদের গ্রামের মা বসন্ত চন্ডীর পূজোর সূচনা হয়েছিল । এক সময়ে প্রত্যন্ত জনপদ হিসাবে পরিচিত ছিল কুলজোড়া গ্রাম । ছিল না রাস্তা ঘাট । গ্রামে কোনও পূজোপার্বন পর্যন্ত হত না । সেই কারনে সম্ভবত কেউ মা বসন্ত চন্ডীর পূজোর সূচনা করেছিলেন । তবে কে কোথা থেকে দেবী মূর্তি এনেছিলেন তা জানা যায়নি ।’
কুলজোড়া গ্রামের বসন্ত চন্ডী মূর্তিটি কষ্ঠি পাথরে নির্মিত । ফুট দুয়েক উচ্চতার দেবীমূর্তি দ্বিভূজা । দেবী ডান পায়ের উপর বাম পা তুলে বেদীর উপর উপবেশন করে আছেন । গ্রামবাসীরা জানিয়েছেন,দেবী খুব জাগ্রতা । সাত্ত্বিক মন নিয়ে দেবীর কাছে কেউ কিছু কামনা করলে তাঁর মনবাসনা পূর্ণ করেন দেবী বসন্ত চন্ডী । সারা বছর ধরে দেবীর নিত্যসেবার পূজো হয় । ফাল্গুন মাসের একাদশী তিথিতে বাৎসরিক পূজো হয় । রয়েছে বলিদান প্রথা । বাৎসরিক পূজোর দিন অসংখ্য ছাগ ও মেষ বলি হয় ।
সোমবার ছিল কুলজোড়া গ্রামের দেবী বসন্ত চন্ডীর বাৎসরিক পূজো । এদিন সকালে দেবীকে দোলায় চাপিয়ে গোটা গ্রাম পরিক্রমা করা হয় । গ্রামের ৬-৭ জায়গায় দোলা নামিয়ে পূজো হয় । ছাগ ও মেষবলি দেওয়া হয় । ফের দেবীকে গ্রামের বারোয়ারি তলায় মূল মন্দিরে এনে পূজো করা হয় । দেবী বসন্ত চন্ডীর পূজো ঘিরে কার্যত উৎসবের ছোঁওয়া মন্তেশ্বরের
কুলজোড়া গ্রামে ।।