দিব্যেন্দু রায়,কাটোয়া(পূর্ব বর্ধমান),১৪ মার্চ : স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে অভিনব জালিয়াতির ঘটনা প্রকাশ্যে এল পূর্ব বর্ধমান জেলার কাটোয়া থানার গাঁফুলিয়া গ্রাম থেকে । প্রথমে গ্রামের মহিলাদের ১০ হাজার টাকার টোপ দিয়ে তাঁদের কার্ড হাতিয়ে নিত একটি চক্র । তারপর উপভোক্তাকে রোগী সাজিয়ে তাঁদের স্বাস্থ্যসাথী কার্ড থেকে সরকারি অনুদানের হাজার হাজার টাকা আত্মসাৎ করে নেওয়া হত । সোমবার বিষয়টি প্রকাশ্যে আসতেই ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে গ্রামে । গাঁফুলিয়া গ্রামের বাসিন্দা সালেহার বিবি নামে এক মহিলার বাড়ি ঘিরে তুমুল বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা । খবর পেয়ে পুলিশ এসে চক্রের অন্যতম মূল পান্ডা ওই মহিলাকে গ্রেফতার করলে পরিস্থিতি স্বাভাবিক হয় ।
গাঁফুলিয়া গ্রামের বাসিন্দা মেনকা বিবি, রিজিয়া বিবিদের কথায়, ‘সালেহার বিবি আমাদের বলেছিলেন,তাঁর জামাই নুরুল হোসেন নাকি বর্ধমান শহরের একটি নার্সিংহোমে কাজ করে । সেখানে একবার গিয়ে স্বাস্থ্য পরীক্ষা করালেই আমাদের স্বাস্থ্যসাথী কার্ড থেকে ১২ হাজার টাকা করে উঠবে । ওই টাকার মধ্যে আমাদের ১০ হাজার টাকা দেওয়া হবে । বাকি টাকা ওরা নেবে । আমরা লোভে পড়ে সালেহার বিবির কথায় রাজি হয়ে যাই । কিন্তু পরে জানতে পারি ১০ হাজার নয়,আমাদের কার্ড দেখিয়ে কয়েক হাজার টাকা তুলে নেওয়া হয়েছে ।’ মেনকা বিবির দাবি,তাঁর স্বাস্থ্যসাথী কার্ড থেকে ৬১৬০০ টাকা উঠেছে । অন্যদিকে স্বাস্থ্যসাথী কার্ড থেকে ৭৫৬০০ টাকা তুলে নেওয়ার দাবি করেছেন রিজিয়া বিবি ।
স্থানীয় সূত্রে জানা গেছে, মেনকা বিবি, রিজিয়া বিবিদের সন্দেহ হওয়ায় স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে পঞ্চায়েতের দ্বারস্থ হয়েছিলেন । তখন সংশ্লিষ্ট দপ্তরের কর্মীর মুখ থেকে তাঁদের কার্ড থেকে কয়েক হাজার টাকা তুলে নেওয়ার কথা শুনে ক্ষোভে ফেটে পড়েন ওই মহিলারা । গ্রামবাসীরা জানিয়েছেন,শুধু ওই দুই মহিলাই নয়,গ্রামের প্রায় ৪০ জন মহিলাকে এভাবে অভিনব কায়দায় বোকা বানিয়েছে ওই মহিলা ও তাঁর জামাই ।
জানা গেছে,মেনকা বিবি, রিজিয়া বিবিরা গ্রামে এসে ঘটনার কথা বলতেই জালিয়াতির শিকার মহিলারা সালেহার বিবির বাড়ি ঘিরে তুমুল বিক্ষোভ শুরু করে । স্থানীয়দের অনুমান এই প্রকার প্রতারণা চক্রে প্রত্যক্ষ যোগ রয়েছে বর্ধমানের ওই নার্সিংহোমটির, যেখানে কাজ করেন সালেহার বিবির জামাই ।
পূর্ব বর্ধমান জেলার অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) ধ্রুব দাস বলেন,’এদিন গাঁফুলিয়া গ্রাম থেকে খবর আসে সালেহার বিবি নামে এক মহিলাসহ আরও কেউ গরিব পরিবারের মহিলার কাছ থেকে স্বাস্থ্যসাথী কার্ড জমা নিয়ে অনুদানের টাকা জালিয়াতি করে তুলে নিয়েছে । অভিযোগের সত্যতা ধরা পড়ার পর সালেহার বিবিকে গ্রেফতার করা হয়েছে । চক্রে আর কেউ জড়িত আছে কিনা জানতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।’।