এইদিন ওয়েবডেস্ক,কিয়েভ,১৩ মার্চ : ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে রুশ বাহিনীর ছোড়া গুলিতে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের এক সাংবাদিক নিহত ও আরও একজন সাংবাদিক আহত হয়েছেন । নিহত সাংবাদিকের নাম ব্রেন্ট রেনড(Brent Renaud) । আহত সাংবাদিককে হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
একজন পুরস্কার বিজয়ী আমেরিকান ফটো সাংবাদিক ছিলেন ব্রেন্ট রেনড । সেই সঙ্গে ডকুমেন্টারি ফিল্মও নির্মানও করতেন তিনি । ব্রেন্ট রেনড এবং তার ভাই তাঁদের কাজের জন্য একাধিক পুরস্কার জিতেছেন । আফগানিস্তান এবং ইরাকের মতো যুদ্ধ অঞ্চল থেকে রিপোর্টিং করার অভিজ্ঞতাও রয়েছে তাঁদের । শরণার্থী শিবিরের ছবি তোলার জন্য রবিবার ব্রেন্ট রেনড ও তাঁর সহকর্মী যখন গাড়িতে চড়ে ইরপিন চেকপয়েন্ট দিয়ে সীমান্ত অতিক্রম করছিলেন সেই সময় রাশিয়ান বাহিনী গাড়ি লক্ষ্য করে গুলি চালায় বলে জানিয়েছেন কিয়েভের পুলিশ প্রধান আন্দ্রি নেবিটোভ । গুলি লেগে ঘটনাস্থলেই মৃত্যু হয় ব্রেন্ট রেনডের । গুরুতর আহত হন তাঁর সহকর্মী । আহত সাংবাদিককে যুদ্ধ কবলিত এলাকা থেকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ ।
এদিকে গত ২৪ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া রাশিয়ার ইউক্রেন অভিযান তীব্র আকার ধারণ করেছে। রাজধানী কিয়েভ ঘিরে ফেলেছে রুশ সেনারা । পরিস্থিতি এতটাই ঘোরালো হয়ে উঠেছে যে,ইউক্রেনে নিজেদের দূতাবাস অস্থায়ীভাবে পোল্যান্ডে স্থানান্তর করার ঘোষণা করেছে ভারত । রবিবার পোল্যান্ডের সীমান্তবর্তী ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় লিভভ শহরে সামরিকঘাঁটিতে রুশ বাহিনীর হামলায় ৩৫ জন নিহত ও ১৩৪ জন আহত হয়েছেন ।।