এইদিন ওয়েবডেস্ক,কালিয়াচক(মালদা),১১ মার্চ : রহস্যজনকভাবে আগুন ধরে যাচ্ছে পরিবারের সদস্যদের পোশাক পরিচ্ছদে । বিগত ৮ দিন ধরে একটি দুটি করে পরিবারের সমস্ত সদস্যদের পোশাক ভস্মীভূত হয়ে গেছে । অবশিষ্ট বলতে এখন পড়নের পোশাক খানি । এহেন অদ্ভুতুড়ে কান্ডে ব্যাপক আতঙ্কে দিন কাটাচ্ছেন মালদা জেলার কালিয়াচক ২ নম্বর ব্লকের বাঙ্গীটোলার গোঁসাইহাট অঞ্চলের হাজারিটোলা গ্রামের বাসিন্দা ইসমাইল সেখ নামে এক ব্যক্তি ও তাঁর পরিবারের লোকজন । আগুনের উৎসের সন্ধান করতে না পেরে প্রশাসনের কাছে সাহায্যের আর্তি জানিয়েছে ভুক্তভোগী পরিবারটি ।
হাজারিটোলা গ্রামের বাসিন্দা ইসমাইল সেখ চাষবাস করেন । যৌথ পরিবার । ইঁটের পাকা বাড়িতে ১২ জনের বসবাস । ইসমাইল সেখ বলেন, ‘গত সপ্তাহের শুক্রবার থেকে আগুন লাগার ঘটনা শুরু হয়েছে । অন্য কিছু নয়,কেবল পরিবারের সদস্যদের পোশাক পরিচ্ছদে আচমকা আগুন ধরে যাচ্ছে । তবে আগুন লাগার ঘটনাটি ঘটেছে আমাদের অগোচরে । টানা হচ্ছে না । দু’একদিন অন্তর আগুন লাগার ঘটনা ঘটেছে । এভাবে বিগত ৮ দিনে পরিবারের সমস্ত সদস্যের পোশাক পুড়ে ছাই হয়ে গেছে । পড়নের পোশাক ছাড়া আমাদের দ্বিতীয় কোনও পোশাক নেই ।’
পরিবারের গৃহবধু আলিমা খাতুন বলেন, ‘বাড়িতে হঠাৎ হঠাৎ আগুন ধরে যাচ্ছে । কিন্তু কিভাবে আগুন লাগছে কিছুতেই বুঝতে পারছি না । আমরা প্রচন্ডে আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছি । পাছে কোনও দূর্ঘটনা না ঘটে যায় তাই ছোটদের প্রতিবেশীদের বাড়িতে রেখে দিয়ে আসছি । এই পরিস্থিতিতে আমরা কি যে করবো কিছুই বুঝতে পারছি না । তাই প্রশাসনের কাছে অনুরোধ ঘটনার কারন অনুসন্ধানের পাশাপাশি আমাদের যেন সরকারিভাবে সাহায্যের ব্যাবস্থা করা হয় ।’
স্থানীয় বাসিন্দাদের দাবি,এটি আদপেই কোনও ভৌতিক ঘটনা নয় । কোনও অসদ উদ্দেশ্যে কেউ না কেউ এই ঘটনা ঘটাচ্ছে । স্থানীয়দের কথায়, প্রাকৃতিক কারনে আগুন লাগার ঘটনা ঘটলে শুধু পোশাকই নয় বরঞ্চ বাড়িতে রাখা সমস্ত রকম দাহ্য বস্তুতেই আগুন ধরে যাবে । কিন্তু ইসমাইল সেখের বাড়িতে রাখা কাঠের স্তুপ বা বিছানাপত্রে আগুন লাগার ঘটনা ঘটেছে না,শুধু পোশাকেই আগুন লাগছে । প্রশাসনিকভাবে ঘটনার তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় গ্রামবাসীরা ।।