এইদিন ওয়েবডেস্ক,ওয়াশিংটন ও কিয়েভ,১১ মার্চ ২০২২ : ইউক্রেনকে সহায়তার জন্য ১ হাজার ৩৬০ কোটি ডলারের তহবিলে অনুমোদন দিয়েছে মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদ । বুধবার রাতে এই অনুমোদন দেওয়া হয়। আগামী সপ্তাহের শেষ নাগাদ সিনেটেও এই প্রস্তাব অনুমোদন পাবে বলে মনে করা হচ্ছে । প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি সাংবাদিকদের জানিয়েছেন, প্রস্তাবটি অনুমোদন করাতে বিরোধী রিপাবলিকান দলের অন্তত ১০ জন সদস্যের সমর্থন দরকার হবে । প্রতিনিধি পরিষদে দুটি আলাদা ভোটে সহায়তা তহবিলের এই বিলটি অনুমোদন পায় । প্রস্তাবটি ৩৬১-৬৯ ভোটে পাশ হয়।
অন্য কর্মসূচিগুলো ২৬০-১৭১ ভোটে অনুমোদন পায়, যেখানে বেশির ভাগ বিরোধিতাকারীই রিপাবলিকান দলের আইনপ্রণেতা । এই সহায়তা তহবিলে ৬৫০ কোটি ডলার রাখা হয়েছে পূর্ব ইউরোপে সেনা ও অস্ত্র পাঠাতে। এর মধ্যে মিত্র বাহিনীকে অস্ত্র সরবরাহ করাও অন্তভুর্ক্ত রয়েছে। এছাড়া ৬৮০ কোটি ডলার রাখা হয়েছে শরণার্থীদের খোরপোষ, মিত্রদের সহায়তা, রাশিয়ার বিরুদ্ধে আরো অর্থনৈতিক অবরোধ আরোপ করতে। এ প্যাকেজের জন্য প্রেসিডেন্ট জো বাইডেন ১ হাজার কোটি ডলার চেয়েছিলেন । স্পিকার পেলোসি জানান, বুধবার তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে ৪৫ মিনিট কথা বলেছেন। তার দেশের জন্য অস্ত্র ও অন্যান্য সহায়তার বিষয়ে তারা আলোচনা করেছেন ।
এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দুদিনের মধ্যে কিয়েভ দখলের পরিকল্পনা করছেন বলে দাবি করেছেন মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ প্রধান উইলিয়াম বার্নস । মঙ্গলবার তিনি এ দাবি করে বলেন, ‘আমি মনে করি পুতিন এখন হতাশ ও রাগান্বিত । তাই আগ্রাসনের মাত্রা আরও বাড়িয়ে ইউক্রেনের সেনাকে দমন করছেন । তবে রাশিয়াকে আরও ৭-১০ দিন ঠেকিয়ে রাখতে চায় ইউক্রেন। এদিকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্যপদ পাওয়ার বিষয়টিতে আর জোর দিচ্ছেন না বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি । ইউক্রেনের সুমি শহরে রাশিয়ার বিমান হামলায় ৩ শিশুসহ অন্তত ২২ জন নিহত হয়েছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে । উইলিয়াম বার্নস বলেন,’পুতিনের ক্রোধের কারণে বেসামরিক নাগরিকের মৃত্যু হলেও তার কিছু আসে যায় না । বহু বছরের অভিযোগ ও উচ্চাকাঙ্ক্ষার সংমিশ্রণ তাঁকে এই অভিযানে ইন্ধন জুগিয়েছে ।’
মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ আইনপ্রনেতাদের জানিয়েছে,ইউক্রেন আগ্রাসনে এখন পর্যন্ত মস্কোর দুই থেকে চার হাজার সৈন্য নিহত হয়েছেন । সেইভ দ্য চিলড্রেন এক বিবৃতিতে জানিয়েছে, ইউক্রেনে রাশিয়ার হামলার পর প্রায় ২০ লাখ মানুষ দেশ ছেড়েছেন। এর মধ্যে প্রায় ৮ লাখ শিশু রয়েছে । এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন চ্যালেঞ্জ করেছেন, ‘ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়া জিততে পারবে না । ভ্লাদিমির পুতিন হয়তো ইউক্রেনের এক-আধটি শহরের দখল নিতে পারেন। কিন্তু, ওই দেশের শাসক হতে পারবেন না তিনি ।’ বাইডেনের কথায়,’ইউক্রেনের বিরুদ্ধে পুতিন যে জয়লাভ করবেন না, এতদিনে সেটা স্পষ্ট হয়ে গেছে ।’।