শ্যামসুন্দর ঘোষ,মন্তেশ্বর(পূর্ব বর্ধমান),০৯ মার্চ : সাউকেলে চড়ে বাড়ি ফেরার পথে বেপরোয়া গতির ডাম্পারের ধাক্কায় গুরুতর আহত হলেন এক বৃদ্ধ । বুধবার সন্ধ্যায় দূর্ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের মন্তেশ্বরের কুসুমগ্ৰামের কাছে মন্তেশ্বর-মেমারী সড়ক পথে । আহত বৃদ্ধের নাম সিরাজুল সেখ ( ৬২ ) । তাঁর বাড়ি মন্তেশ্বর ব্লকের জামনা অঞ্চলের ঢেউরচাঁদা গ্রামে । স্থানীয় লোকজন বৃদ্ধকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মন্তেশ্বর ব্লক হাসপাতালে ভর্তি করে । কিন্তু তাঁর অবস্থার অবনতি হলে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় । পুলিশ চালকসহ ডাম্পারটি আটক করেছে ।
জানা গেছে,এদিন সন্ধ্যায় বাজারে টুকিটাকি কেনাকাটা করে সাইকেলে চড়ে বাড়ি ফিরছিলেন সিরাজুল সেখ নামে ওই বৃদ্ধ । তিনি মন্তেশ্বর-মেমারী সড়ক পথ দিয়ে যাওয়ার সময় কুসুম গ্রামের বাজারে আসতেই একটি বেপরোয়া গতির ডাম্পার পিছন দিক থেকে এসে বৃদ্ধের সাইকেলে সজোরে ধাক্কা মারে । সাইকেল নিয়ে তিনি রাস্তার পাশে ছিটকে পড়েন । বরাত জোরে প্রাণ বাঁচে ওই বৃদ্ধের । তবে তিনি গুরুতর আহত হন । স্থানীয় লোকজন বৃদ্ধকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর পাশাপাশি ডাম্পারটি ধরে আটকে রেখে দেয় । পরে পুলিশ এসে ডাম্পার ও তার চালককে আটক করে । ডাম্পারের চালক মদ্যপ অবস্থায় থাকার কারনেই দূর্ঘটনাটি ঘটেছে বলে দাবি করেছেন স্থানীয় লোকজন ।।