এইদিন ওয়েবডেস্ক,কিয়েভ,০৯ মার্চ : রাশিয়ার বিরুদ্ধে নিন্দায় সরব হলেন ইউক্রেনের ফার্স্ট লেডি ওলেনা জেলেনস্কি । ইউক্রেনীয় নাগরিকদের গণহত্যার নিন্দা জানিয়ে তিনি একটি খোলা চিঠি লিখেছে । তাতে তিনি লিখেছেন,’ইউক্রেনের জনগণকে তাদের প্রতিরোধেরও জন্যও স্বাগত জানাই । আগ্রাসী পুতিন ভেবেছিলেন, তিনি ইউক্রেনের ওপর একতরফা অভিযান চালাবেন । কিন্তু তিনি আমাদের দেশ, জনগণ এবং তাদের দেশপ্রেমকে বুঝতে ভুল করেছেন । যদিও ক্রেমলিনের প্রচারকারীরা আশা করেছিলেন ইউক্রেনীয়রা তাঁদের রক্ষাকর্তা হিসেবে মেনে নিয়ে ফুল দিয়ে স্বাগত জানাবে । কিন্তু তাদের এখন এড়িয়ে যাওয়া হয়েছে ।’
ওলেনা চিঠিতে রাশিয়ান আগ্রাসনকে ‘ভয়াবহ বাস্তবতা’ বলে উল্লেখ করে লিখেছেন, ‘রাশিয়ান যে আগ্রাসন টবে তা বিশ্বাস করা অসম্ভব ছিল। এখন এটি লক্ষ লক্ষ মানুষ, বিশেষ করে শিশুদের জন্য এক ভয়াবহ বাস্তবতা তৈরি করেছে ।’ তিনি আরও বলেন, ‘পারমাণবিক যুদ্ধ শুরু করার হুমকি দিয়েছে পুতিন। আমরা যদি তাকে থামাতে না পারি, তাহলে পৃথিবীতে আমাদের কারোর জন্য কোনো নিরাপদ স্থান থাকবে না ।’
চিঠিতে ইউক্রেনের প্রতি আন্তর্জাতিক সমর্থন এবং ত্রাণ সহায়তার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেব ওলেনা জেলেনস্কি । একই সঙ্গে বৈশ্বিক মিডিয়ার কাছে তিনি ইউক্রেনের বাস্তব চিত্র তুলে ধরার জন্য অনুরোধ জানিয়েছেন ।।