এইদিন ওয়েবডেস্ক,মুম্বাই,০৮ মার্চ : আর্থিক প্রতারণা মামলায় জামিন অযোগ্য ওয়ারেন্ট জারির খবরকে ‘গুজব’ বলে উড়িয়ে দিলেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা । মঙ্গলবার ইনস্টাগ্রামে পোস্ট করা একটি স্টোরিতে সোনাক্ষী লিখেছেন, “কিছু দিন থেকে কোনো কর্তৃপক্ষের কাছ থেকে কোনও প্রকার যাচাই না করেই মিডিয়ায় আমার বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা জারি করার গুজব ছড়িয়েছে । এটা বিশুদ্ধ কল্পকাহিনী ।
আমাকে হয়রানি করার চেষ্টার উদ্দেশ্যে একজন দুর্বৃত্তের এই কাহিনী ছড়িয়েছে ।’
সেই সঙ্গে তিনি বলেন,’আমি সমস্ত মিডিয়া হাউস, সাংবাদিক এবং সংবাদ প্রতিবেদকদের কাছে অনুরোধ করছি যে, এই ভুয়া খবরটি প্রচার করবেন না । কারণ আমার নাম ব্যবহার করে কেউ প্রচার পাওয়ার জন্য একটি এজেন্ডায় খেলছে। সেই সঙ্গে আমার আমার ভাবমূর্তিতে কালিমালিপ্ত করে আমার কাছ থেকে অর্থ উপার্জনের চেষ্টা করছে ।’অভিযুক্তর ঘৃণ্য পরিকল্পনার শিকার না হওয়ার জন্য তিনি গণমাধ্যমের কাছে অনুরোধ করেছেন । সোনাক্ষী সাফ জানিয়ে দেন, তাঁর বিরুদ্ধে আদপেই কোনও ওয়ারেন্টই ইস্যু হয়নি ।
প্রসঙ্গত,সোনাক্ষী সিনহার বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগটি তুলেছেন ‘ইন্ডিয়া ফ্যাশন অ্যান্ড বিউটি অ্যাওয়ার্ডস’ ইভেন্টের অর্গানাইজার প্রমোদ শর্মা । তাঁর অভিযোগ, ২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর দিল্লির সিরি ফোর্ট অডিটোরিয়ামে ওই অ্যাওয়ার্ড শো’টির আয়োজন করেছিলেন তিনি । অনুষ্ঠানে উপস্থাপনার জন্য ট্যালেন্ট ফুলঅন কোম্পানি এবং এক্সিড এন্টারটেইনমেন্টের অপারেটর অভিষেক সিনহার মাধ্যমে সোনাক্ষী সিনহার সঙ্গে একটি চুক্তি করেছিলেন । চুক্তি বাবদ অভিনেত্রীকে চারটি কিস্তিতে ২৮ লক্ষ ১৭ হাজার টাকা দিয়েছিলেন । কমিশন হিসেবে কোম্পানিকে ৫ লাখ টাকাও দেওয়া হয়েছে । কিন্তু লিখিত চুক্তির পরেও অভিনেত্রী ইভেন্টের জন্য প্রচারমূলক ভিডিওগুলি শ্যুট করলেও শেষ পর্যন্ত মূল অনুষ্ঠানে উপস্থিত হননি বলে অভিযোগ তাঁর । এমনকি এনিয়ে অভিনেত্রীর কাছ থেকে কোনও সদুত্তরও পাওয়া যায়নি বলে জানিয়েছেন প্রমোদ শর্মা ।
এই বিষয়ে সোনাক্ষী সিনহা জানিয়েছেন,বিষয়টি মুরাদাবাদ আদালতে বিচারাধীন এবং এলাহাবাদ হাইকোর্ট স্থগিতাদেশ দিয়েছে । তাই আদালত রায় না দেওয়া পর্যন্ত এই বিষয়ে তিনি কোনও মন্তব্য করবেন না । সেই সঙ্গে তিনি জানান,আদালত অবমাননা করার জন্য ওই ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যাবস্থা নিচ্ছেন তাঁর আইনজীবীরা ।।