এইদিন ওয়েবডেস্ক,বাঁকুড়া,০৭ মার্চ : মেয়ের শ্বশুরবাড়িতে বিয়ের অনুষ্ঠান ছিল ৷ সেখানে সস্ত্রীক যোগ দিতে গিয়েছিলেন গৃহকর্তা । সেই সুযোগে বাড়ির একাধিক তালা ভেঙে সর্বস্ব নিয়ে চম্পট দিল দুষ্কৃতিদল । ঘটনাটি ঘটেছে বাঁকুড়া শহরের সারদাপল্লী মাঠপাড়া এলাকায় । গৃহকর্তা শম্ভূনাথ দে’র দাবি নগদ ৭০-৭২ হাজার টাকা ও কয়েক লক্ষ টাকার সোনার গহনা চুরি হয়ে গেছে । আশপাশের দোকানের সিসিসিটিভি ক্যামেরার সুত্র ধরে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ । তবে সোমবার সন্ধ্যা পর্যন্ত পুলিশ চুরির কোনও কিনারা করতে পারেনি বলে জানা গেছে ।
জানা গেছে,সারদাপল্লী মাঠপাড়া এলাকার বাসিন্দা শম্ভূনাথ দে পেশায় সোনারুপোর কারবারি । বাঁকুড়া শহরের সাত নম্বর ওয়ার্ডের সারদাপল্লী এলাকায় দু’তলা পাকা বাড়ি রয়েছে তাঁর । বাড়িতে রয়েছেন স্ত্রী । একমাত্র মেয়ের বিয়ে হয়ে গেছে । শম্ভূনাথবাবু বলেন, ‘রবিবার আমার মেয়ের শ্বশুরবাড়িতে বিয়ের অনুষ্ঠান ছিল । সেই কারনে আমি ও আমার স্ত্রী সেখানে নিমন্ত্রণ রক্ষা করতে গিয়েছিলাম । বাড়ি তালা বন্ধ ছিল । এদিন সকালে স্থানীয় বাসিন্দারা আমায় ফোন করে জানায় বাড়ির গেটের তালা ভাঙা অবস্থায় আছে । এরপর সকাল প্রায় ১১ টা নাগাদ তড়িঘড়ি বাড়ি ফিরে এসে দেখি গেট ও ঘরের দরজার তালা ভাঙা । আমাদের শোয়ার ঘরের আলমারির তালাও ভাঙা অবস্থায় ছিল । জিনিসপত্র সব লণ্ডভণ্ড । আলমারিতে ৭০-৭২ হাজার টাকা রাখা ছিল । দেখি সেই টাকা নেই । এছাড়া আমার স্ত্রীর কয়েক লক্ষ টাকার গহনা রাখা ছিল আলমারিতে । দেখি সব চুরি করে নিয়ে পালিয়েছে দুষ্কৃতিরা ।’
এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে তদন্তে আসে বাঁকুড়া সদর থানার পুলিশকে । পুলিশ আশপাশের বাড়ি ও দোকানের সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে । জানা গেছে, শম্ভূনাথ দে’র বাড়ির পাশের একটি দোকানের সিসিটিভি ফুটেজে এদিন ভোর রাতের দিকে দুই ব্যক্তিকে এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায় । তাদের মধ্যে একজনের কাছে ছিল একটি বাইসাইকেল । স্বর্ণ ব্যাবসায়ীর বাড়িতে চুরির ঘটনার সাথে ওই দুই ব্যক্তির কোনও সম্পর্ক আছে কিনা খতিয়ে দেখছে পুলিশ ।।