এইদিন ওয়েবডেস্ক,নয়া দিল্লি,০৬ মার্চ : একই দিনে দুই পৃথক রেকর্ড গড়লেন ভারতের দুই ক্রিকেটার- রবীন্দ্র জাদেজা ও মিতালি রাজ । মোহালিতে শ্রীলঙ্কার বিপক্ষে চলতি টেস্টের প্রথম ইনিংসে ব্যাট হাতে ১৭৫ রানের অনবদ্য অপরাজিত ইনিংস খেলেছেন জাদেজা । পরে বল হাতে শিকার করেন পাঁচ উইকেট । টেস্ট ক্রিকেটের ইতিহাসে এর আগে এক টেস্টে ১৫০-এর অধিক স্কোর ও বল হাতে পাঁচ উইকেট শিকারের রেকর্ড ছিল পাঁচ জনের। তারা হলেন- ভিনু মানকড়, ডেনিস অ্যাটকিনসন, পলি উমরিগার, গ্যারি সোবার্স এবং মুশতাক মোহাম্মদ। এবার সেই তালিকায় ষষ্ঠ ক্রিকেটার হিসেবে নিহের নাম যোগ করলেন রবীন্দ্র জাদেজা ।
অন্যদিকে নিউজিল্যান্ডে চলছে মহিলাদের একদিনের বিশ্বকাপ ক্রিকেট । রবিবার মাউন্ট মঙ্গানুইয়ে পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ খেলতে মাঠে নেমেছে ভারত । ভারতীয় দলের নেতৃত্ব দিচ্ছেন মিতালি রাজ । প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে ৬টি ওয়ানডে বিশ্বকাপ খেলার ইতিহাস গড়লেন মিতালি । এর আগে তিনি ২০০০, ২০০৫, ২০০৯, ২০১৩ ও ২০১৭ বিশ্বকাপ খেলেছেন । পুরুষদের ক্রিকেটে ছয়টি বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা রয়েছে ভারতের কিংবদন্তি খেলোয়াড় শচীন টেন্ডুলকার, পাকিস্তানের জাভেদ মিঁয়াদাদের । কিন্তু মেয়েদের ক্রিকেটে এতদিন কেউ ছিল না । সর্বোচ্চ পাঁচবার করে খেলার রেকর্ড ছিল মিতালি রাজ, নিউজিল্যান্ডের ডেবি হকলি ও ইংল্যান্ডের শার্লট এডওয়ার্ডসের। এবার তাদেরও ছাড়িয়ে গেলেন মিতালি ।।