এইদিন ওয়েবডেস্ক,মোরাদাবাদ,০৬ মার্চ : আর্থিক প্রতারণা মামলায় বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা ও তাঁর উপদেষ্টা অভিষেক সিনহার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করল উত্তরপ্রদেশের মোরাদাবাদ জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট । একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার নামে প্রায় ৩০ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ উঠেছে অভিনেত্রীর বিরুদ্ধে ।মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী ২৫ মার্চ ।
প্রসঙ্গত,সোনাক্ষী সিনহা ও তাঁর উপদেষ্টার বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগটি তুলেছেন মোরাদাবাদ জেলার শিবপুরী গ্রামের বাসিন্দা প্রমোদ শর্মা নামে জনৈক এক ব্যক্তি । মামলাটি আদপে বছর চারেক আগেকার । তাঁর অভিযোগ,২০১৮ সালের ৩০ সেপ্টেম্বরে আয়োজিত ইন্ডিয়া ফ্যাশন অ্যান্ড বিউটি অ্যাওয়ার্ড ইভেন্টে পুরস্কার বিতরণী অনুষ্ঠান উপস্থাপনার জন্য তিনি সোনাক্ষীর সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছিলেন । চুক্তি বাবদ অভিনেত্রী তাঁর কাছ থেকে ২৯ লাখ ৯০ হাজার টাকা এবং তাঁর পরামর্শদাতা অভিষেককে ৬ লাখ ৫০ হাজার টাকা নিয়েছিলেন । কিন্তু শেষ মুহূর্তে তিনি অনুষ্টানে পৌঁছাননি । এমনকি এর কারণ জানতে চাইলে অভিনেত্রী কোনও জবাবও দেননি বলে অভিযোগ ।
টাকা নিয়েও অভিনেত্রী অনুষ্ঠানে উপস্থিত না হওয়ায় ওই বছর ২৪ নভেম্বর মোরাদাবাদ এসএসপির দ্বারস্থ হন প্রমোদ শর্মা । কিন্তু তার পরেও দীর্ঘ সময় পেরিয়ে গেলেও কোনও ব্যাবস্থা না নেওয়ায় প্রমোদ হতাশ হয়ে পরের বছর ১৩ ফেব্রুয়ারি বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করেন । আর এর পরেই নড়েচড়ে বসে পুলিশ । অভিনেত্রী সোনাক্ষী সিনহা ও তাঁর উপদেষ্টা অভিষেক সিনহাসহ মালবিকা পাঞ্জাবি,ধুমিল কক্কর ও এডগার সাকারিয়ার বিরুদ্ধে আইপিসির ৪২০,১২০ বি,৪০৬ ও ৩৪ ধারায় এফআইআর নথিভুক্ত করে পুলিশ । এফআইআরের বিরুদ্ধে হাইকোর্টে চ্যালেঞ্জ করা হলে অভিযুক্তদের গ্রেফতারির উপর স্থগিতাদেশ দেয় আদালত । সম্প্রতি উত্তরপ্রদেশের মোরাদাবাদ জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অভিযুক্তদের বিরুদ্ধে ফের একবার ওয়ারেন্ট ইস্যু করল । এখন শত্রুঘ্ন সিনহা তনয়া অভিনেত্রী সোনাক্ষী সিনহা গ্রেফতারি এড়াতে কি আইনি পদক্ষেপ নেন সেটাই দেখার ।।
ছবি : সৌজন্যে সোশ্যাল মিডিয়া ।