নীল পাঠক,নন্দীগ্রাম(পূর্ব মেদিনীপুর),২১ ডিসেম্বর : নন্দীগ্রামে ‘আর নয় অসুরক্ষা’ কর্মসুচী পালন করলেন বিজেপির মহিলা মোর্চার সদস্যরা । সোমবার বিকেলে এই উপলক্ষে নন্দীগ্রামের জানকীনাথ মন্দিরের সামনে এই ধর্ণায় বসেন অসংখ্য মহিলা। বেশ কিছুক্ষন ধরে চলে ধর্না প্রদর্শন।
বিজেপির তমলুক সাংগঠনিক জেলার মহিলা মোর্চার সভানেত্রী শ্যামলী সিংহ বলেন, “রাজ্যের মহিলারা আজ সুরক্ষিত নয় । তাই রাজ্যের মহিলাদের সুরক্ষার দাবিতে রাজ্য জুড়ে আমরা ‘আর নয় অসুরক্ষা’ কর্মসূচি শুরু করেছি । এদিন নন্দীগ্রাম বিধানসভা এলাকায় জানকীনাথ মন্দিরের সামনে মহিলাদের সুরক্ষার দাবিতে আজকে ধর্ণা কর্মসূচি পালন করা হল । প্রায় ২ হাজার মহিলা এই কর্মসূচিে অংশ নিয়েছেন। মহিলারা সুরক্ষিত নয় বলেই এত মহিলা রাস্তায় নেমে প্রতিবাদ করছেন।’।
মহিলা মোর্চার নেত্রীর বক্তব্য শুনুন :