শ্যামসুন্দর ঘোষ,মন্তেশ্বর(পূর্ব বর্ধমান),০৫ মার্চ : নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বাড়ির দেওয়াল ভেঙে ঢুকে পড়ল বেপরোয়া গতির একটি ডাম্পার । দূর্ঘটনায় আহত হয়েছেন এক বৃদ্ধা ও ডাম্পারের চালক । শনিবার দুপুরে দূর্ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর ব্লকের বাঘাসন পঞ্চায়েতের আটাশপুর এলাকায় মালডাঙ্গা-ভাতার সড়ক পথে । আহত বৃদ্ধা পদ্মরাণী মন্ডল (৬০) ও ডাম্পারের চালককে উদ্ধার করে ভাতার স্টেট জেনারেল হাসপাতালে আনা হয় । কিন্তু বৃদ্ধার অবস্থা গুরুতর হওয়ায় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ।
স্থানীয় সুত্রে জানা গেছে,এদিন দুপুরের দিকে মালডাঙ্গা-ভাতার সড়ক পথ ধরে মালডাঙ্গা থেকে ভাতারের দিকে যাচ্ছিল একটি ফাঁকা ডাম্পার । ডাম্পারটি আটাশপুরের কাছে আসতেই নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশের একটি বাড়ির সীমানা প্রাচীরে সজোরে ধাক্কা দেয় । দেওয়াল ভেঙে ডাম্পারটি বাড়ির ভিতরে ঢুকে পড়ে । সেই সময় বাড়ির উঠানে গৃহস্থালির কাজকর্ম করছিলেন পদ্মরাণী মন্ডল নামে ওই বৃদ্ধা । তিনি ইঁটের দেওয়াল চাপা পড়ে যান । স্থানীয় লোকজন ছুটে এসে তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে । ডাম্পারের চালকও অল্পবিস্তর আহত হন । তাঁকেও চিকিৎসার জন্য পাঠানো হয় । খবর পেয়ে ঘটনাস্থলে আসে মন্তেশ্বর থানার পুলিশ । শেষে পুলিশ এসে ডাম্পারটি সরানোর ব্যাবস্থা করে । পরে সেটি আটক করে পুলিশ । স্থানীয় বাসিন্দাদের অনুমান, চালক ঘুমিয়ে পড়ার কারনেই দূর্ঘটনাটি ঘটেছে ।।