এইদিন ওয়েবডেস্ক,পূর্বস্থলী(পূর্ব বর্ধমান),০৫ মার্চ :
যুদ্ধ যে কতটা ভয়াবহ হতে পারে তা চাক্ষুষ করেছেন। জীবন মৃত্যুর মাঝামাঝি দাড়িয়ে কাটাতে হয়েছে কয়েকটা দিন । বেঁচে ফেরার আশা একসময় হারিয়ে ফেলেছিলেন । বরাতজোরে সবে ইউক্রেনের খারকিভ থেকে বাড়ি ফিরেছেন পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলীর শেখ আকিব মহম্মদ । সেই দুঃস্বপ্নের মত দিনগুলির ঘোর এখনও কাটিয়ে উঠতে পারেননি । ফিরে এসে তিনি শোনাচ্ছেন রাশিয়া ইউক্রেন যুদ্ধের সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা ।
আকিব নিজের চোখে দেখেন কিভাবে খারকিভ শহরের প্রাচীন সব নিদর্শন রাশিয়ান গোলার হামলায় একের পর এক চুড়মার হয়ে যাচ্ছে। সাজানো গোছানো শহরটা গোলা বারুদের মুখে পড়ে কিভাবে ধ্বংসস্তুপে পরিনত হয়েছে। মুহুর্মুহু বোমা আর মিসাইলের শব্দ। হৃদস্পন্দন কার্যত স্তব্ধ করে দিয়েছিল। বাড়িতে ফেরার পর শনিবার সকালেই পূর্বস্থলীর উত্তর কেন্দ্রের বিধায়ক তপন চট্টোপাধ্যায় চুপি এলাকায় আকিবের বাড়িতে আসেন দেখা করতে।
আকিবের মুখ থেকে তার অভিজ্ঞতার কথা শুনে বিধায়ক বলেন, ” ভয়ঙ্কর। ভয়াবহ পরিস্থিতি।শুনেই গা শিউরে উঠছে। ঘরের ছেলে সুস্থভাবে ঘরে ফিরে এসেছে এটা অত্যন্ত আনন্দের খবর। “
আকিব জানান শুক্রবার পোল্যান্ড সীমান্ত থেকে বিমানে দেশে ফেরেন তিনি। দিল্লিতে বঙ্গভবন হয়ে রাতেই কলকাতা বিমানবন্দরে নামেন। সেখানে তাঁর বাবা ও আত্মীয়রা অপেক্ষা করছিলেন। তারপর তাঁকে নিয়ে সোজা পূর্বস্থলীতে চলে আসেন৷ বাড়িতে বাবা আমজাদ খান ও মা সুলতানা বেগম ছেলেকে ফিরে পেয়ে আনন্দে কেঁদে ফেলেছেন। আত্মীয় পরিজনরা আকিবকে মিষ্টিমুখ করান।
আকিব বলেন, পরিস্থিতি সব ঠিক হলে আবার ইউক্রেন পাড়ি দেব। কারন মেডিকেল কোর্স সম্পূর্ণ করতে হবে যে।’।