জ্যোতি প্রকাশ মুখার্জ্জী,কলকাতা,০৫ মার্চ :. গরমকে উপেক্ষা করে শতাধিক কবি-সাহিত্যিকের স্বতঃস্ফূর্ত উপস্থিতি দেখে একটি বাংলা সিনেমার জনপ্রিয় গানের অনুকরণে বলা যেতেই পারে – পুস্তক আকারে নিজের একক সৃষ্টি বা অন্যদের সঙ্গে নিজের সৃষ্টি ছাপার অক্ষরে দেখতে কার না ভাল লাগে? সেই ভাল লাগা দেখার সুযোগ পাওয়া গেল কলকাতায়, আন্তর্জাতিক বইমেলাতে । সৌজন্যে বিনোদন সাহিত্য পত্রিকা ও আন্তর্জাতিক পঞ্চবান কবিতা চর্চা পর্ষদের যৌথ উদ্যোগ এবং প্রকাশনা জগতের অন্যতম প্রকাশক আনন্দ প্রকাশনের সক্রিয় সহযোগিতা ।
গত ২৮ শে ফেব্রুয়ারি থেকে কলকাতায় শুরু হয়েছে ৪৫ তম আন্তর্জাতিক বইমেলা। প্রতিদিনই বিভিন্ন সাহিত্যগোষ্ঠী হাজির হচ্ছে প্রবীণ-নবীন কবি প্রতিভা সৃষ্ট কাব্য সম্ভার নিয়ে। প্রকাশিত হচ্ছে নতুন নতুন বই – কোনোটা একক, কোনোটা সংকলন। গত ৪ ঠা মার্চ পঞ্চবান কবিতার প্রথম বর্ষপূর্তি উপলক্ষ্যে কোভিড বিধি মেনে কবি শঙ্খ ঘোষ নামাঙ্কিত মুক্ত মঞ্চে প্রকাশিত হয় ৯১ জন কবির একক পঞ্চবান কাব্যগ্রন্থ এবং সম সংখ্যক কাব্য ও গল্প সংকলন। এছাড়া বিভিন্ন কবি, সাহিত্যিকের লেখা কবিতা, গল্প, নাটক ও প্রবন্ধের গ্রন্থও ছিল। ওয়াকিবহাল মহলের মতে সম্ভবত এই প্রথম কলকাতা বইমেলায় কোনো একটি সংস্হার পক্ষ থেকে একসঙ্গে এতগুলি বই প্রকাশিত হলো।
একটি মনোজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে সংস্থা এই বইগুলি প্রকাশ করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য শিক্ষা দপ্তরের অধিকর্তা দিব্যগোপাল ঘটক, অধ্যাপক ও প্রাবন্ধিক ইমানুল হক, সাহিত্যিক দিলীপ রায়, সাহিত্যিক জিয়াদ আলি, সাহিত্যিক ও সাংবাদিক কমল দে সিকদার এবং কবি-সাহিত্যিক শঙ্খচূড় চক্রবর্তী সহ সংশ্লিষ্ট বইগুলির স্রষ্টারা এবং বেশ কিছু সাহিত্যপ্রিয় মানুষ।
উদ্যোক্তাদের পক্ষ থেকে উওরীয় পড়িয়ে সমস্ত অতিথিদের বরণ করা হয় এবং তাদের হাতে তুলে দেওয়া হয় স্মারক। অনুষ্ঠানে ‘বিনোদন পরিবার রত্ন’ সম্মাননা ২০২১- ২০২২ সম্মানে ভূষিত করা হয় সাহিত্য সাথী তথা বিশিষ্ট সাংবাদিক জ্যোতিপ্রকাশ মুখোপাধ্যায়কে এবং সাহিত্য সাথী তথা বিশিষ্ট প্রকাশক নিগমানন্দ মণ্ডলকে। প্রসঙ্গত বিগত কয়েক বছর ধরে নিগমানন্দ বাবুর সৌজন্যে বহু নবীন প্রতিভা ছাপার অক্ষরে তাদের কবি-প্রতিভা বিকাশের সুযোগ পাচ্ছে। কবি ফাল্গুনী চট্টোপাধ্যায়, কবি রত্না রায়, কবি সুমিত রায়, কবি দীনবন্ধু সরদার ও আসামের কবি রফিকউদ্দিনকে ‘পঞ্চবান কাব্য রত্ন’ সম্মাননা ২০২১- ২০২২ প্রদান করা হয়। এছাড়াও ৯৪ জন কবি-সাহিত্যিক ও প্রাবন্ধিকদের বিনোদন সাহিত্য রত্ন ২০২২ সম্মানে ভূষিত করা হয় ।
এর আগে উদ্বোধনী সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন ‘শৈলী সফর’ এর সম্পাদিকা তথা বিশিষ্ট সঙ্গীত শিল্পী মুকুল চক্রবর্তী। দু’ঘণ্টার এই সংক্ষিপ্ত অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ এবং সাহিত্য বিষয়ে অতিথিদের মূল্যবান বক্তব্য ও পরামর্শ নবীন প্রতিভাদের উৎসাহিত করে। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন পঞ্চবান কাব্য স্রষ্টা ও অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা কবি-সাহিত্যিক সুশান্ত ঘোষ ।
সুদূর বার্ণপুর থেকে এসেছিলেন কবি মুনমুন মুখার্জ্জী। সুশান্ত ঘোষ ও নিগমানন্দ মণ্ডলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন- ওরা দু’জন না থাকলে এতবড় একটা অনুষ্ঠানে যোগ দেওয়ার যেমন সুযোগ হতোনা তেমনি কোনোদিন নিজের নামে ছাপা বই বের করতে পারতাম না। একই সুর শোনা গেল গোপা মল্লিক, শিবানী ঘোষ সহ অন্যান্যদের কণ্ঠে।
অন্যদিকে সুশান্ত বাবু বলেন – করোনা অনেক কিছু কেড়ে নিলেও নতুন করে বাংলা সাহিত্যচর্চার সুযোগ এনে দিয়েছে। যেভাবে বাংলা কাব্যের নতুন ঘরানা ‘পঞ্চবান’ নিয়ে চর্চা শুরু হয়েছে স্রষ্টা হিসাবে তিনি গর্বিত। তিনি আশা করেন আগামী দিনে নবীন প্রতিভার হাত ধরে আরও নতুন নতুন ঘরানা দিনের আলোর মুখ দেখবে। বিনোদন সাহিত্য পত্রিকা ও আন্তর্জাতিক পঞ্চবান কবিতা চর্চা পর্ষদের পক্ষ থেকে উপস্থিত সমস্ত গুণিজনদের তিনি শ্রদ্ধা জ্ঞাপন ও সুস্থতা কামনা করেন ।।