এইদিন ওয়েবডেস্ক,মোহালি,০৪ মার্চ : শুক্রবার মোহালিতে শুরু হওয়া ভারত-শ্রীলঙ্কার প্রথম টেস্ট ম্যাচে ৮০০০ রান পূর্ণ করলেন ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি । শততম টেস্টে তিনি এটি কীর্তি গড়লেন । এর আগে ভারতের প্রাক্তন টেস্ট ক্রিকেটার সুনীল গাভাস্কার,শচীন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড় এবং বীরেন্দ্র শেহবাগ ৮,০০০ রান পূর্ণ করেছেন । ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে সেই তালিকায় নাম লেখালেন বিরাট ।
ম্যাচের আগে ৮ হাজার রান পূর্ণ করতে বিরাট কোহলির দরকার ছিল মাত্র ৩৮ রান । ৪৫ রান করে আউট হন তিনি । এদিন এই বিশেষ মুহুর্তে মাঠে উপস্থিত ছিলেন বিরাটের স্ত্রী অনুষ্কা শর্মা । ম্যাচের আগে কোহলির একটি আবেগঘন ভিডিও ভাইর্যাল হয় । ভিডিওতে বিরাট কোহলি বলেন, “আমি কখনই ভাবিনি যে আমি কখনও শততম টেস্ট খেলব ।’।