এইদিন ওয়েবডেস্ক,কিয়েভ,০২ মার্চ : সোমবার প্রথম দফার ৫ ঘণ্টা আলোচনায় কোনও সমাধান সুত্রে বেরিয়ে আসেনি । বুধবার দ্বিতীয় দফায় ফের বৈঠকে বসতে চলেছে রাশিয়া ও ইউক্রেন । বেলারুশের পোলান্ড-বেলারুশ সীমান্তের কাছে হতে চলেছে এই বৈঠক । প্রথম দফার বৈঠকে উভয় দেশের যে সমস্ত প্রতিনিধিরা ছিলেন এদিনও তাঁরাই উপস্থিত থাকছেন বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্টের একজন উপদেষ্টা ।
এদিকে এদিন বুধবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তারা ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহর খেরসন দখল করেছে । শহরটির নিয়ন্ত্রণ এখন তাঁদের হাতে । অন্যদিকে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবার একটি ফেসবুক পোস্ট ঘিরে আলোচনা আদপেই হবে কিনা তা নিয়ে সংশয়ের সৃষ্টি হয়েছে । তিনি ওই পোস্টে লিখেছেন,’প্রথম দফার আলোচার পরেও রাশিয়া তাদের শর্তে কোনও পরিবর্তন আনেনি । আমরা আলোচনার জন্য প্রস্তুত। আমরা কূটনীতিতে বিশ্বাসী। কিন্তু রাশিয়ার দেওয়া কোনো আল্টিমেটাম মানতে আমরা রাজি নই ।’এরপর তিনি জানিয়েছেন,রাশিয়ার সঙ্গে নতুন করে কোনো আলোচনা হবে কিনা এ ব্যাপারে তিনি কোনো নিশ্চয়তা দিতে পারছেন না ।।