এইদিন ওয়েবডেস্ক,কিয়েভ,০২ মার্চ : ইউক্রেনের খারকিভে ভারতীয় মেডিকেল পড়ুয়া নবীন শেখরপ্পার(Naveen Shekharappa) মৃত্যুর পর ভয় তাড়া করে বেড়াচ্ছে ভারতীয় ছাত্র ও তাঁদের পরিবারকে । ইতিমধ্যে খারকিভে আরও এক ভারতীয় ছাত্রের আহত হওয়ার খবর পাওয়া গেছে । আহত ছাত্রও কর্ণাটকের বাসিন্দা । তিনি নবীন শেখরপ্পার সঙ্গেই ছিলেন বলে জানা গেছে । ঘটনার সত্যতা স্বীকার করে কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসভরাজ বোমাই (Basavaraj Bommai) বলেছেন, ‘হাভেরি (Haveri) জেলার রানেবেননুর(Ranebennur) তালুকের চালগেরি(Chalgeri) গ্রামের আরও দুই ছাত্র সেখানে রয়েছেন । একজন আহত হয়েছেন । তবে অন্যজন নিরাপদেই আছেন ।’সেই সঙ্গে মুখ্যমন্ত্রী জানিয়েছেন তিনি নবীনের বাবা শেখরপ্পা জ্ঞানগৌদারের (Shekharappa Gyangoudar) সঙ্গে কথা বলে শোক প্রকাশের পাশাপাশি তাঁর ছেলের মৃতদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলে জানিয়েছেন । মুখ্যমন্ত্রী বলেন, ‘পড়ুয়ার মৃতদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য আমি পিএমওর কাছে অনুরোধ করেছি । সেই সঙ্গে আমরাও ইউক্রেনের আধিকারিকদের সঙ্গে যোগাযোগ রাখছি ।’
এদিকে ইউক্রেনের খারকিভ শহরে অবিরাম গুলি চলছে । সেখানে বেশ কয়েকজন ভারতীয় ছাত্র আটকে পড়েছেন । প্রাণ বাঁচাতে হিমশিম খাচ্ছে শিক্ষার্থীরাও। প্রচণ্ড ঠান্ডার মধ্যেও তাঁরা শত কিলোমিটার পথ পাড়ি দিয়ে সীমান্তে পৌঁছানোর চেষ্টা করছেন । মঙ্গলবার হাজার হাজার শিক্ষার্থী রোমানিয়ার সীমান্তে পৌঁছালেও শিক্ষার্থীরা ক্ষুধা, তৃষ্ণা ও অর্থের অভাবের পাশাপাশি ঠান্ডার সঙ্গে লড়াই করতে হচ্ছে । অনেক পড়ুয়া ছাত্রাবাসের বাঙ্কারে ক্ষুধা-তৃষ্ণা নিয়ে দিনের পর দিন কাটাতে বাধ্য হচ্ছেন । ভারত সরকারের মতে, প্রায় ২০ হাজার ভারতীয় ইউক্রেনে আটকা পড়েছিলেন । এর মধ্যে ২৪ ফেব্রুয়ারির মধ্যে দেশে ফিরেছেন ৪ হাজার মানুষ । মঙ্গলবার পর্যন্ত দুই হাজারের বেশি মানুষকে দেশে ফিরিয়ে আনা হয়েছে । এদিকে এদিন বুধবার ভারতীয় দূতাবাস থেকে ভারতীয়দের উদ্দেশ্যে একটি নির্দেশিকা জারি করে বলা হয়েছে তাঁরা যেন যেকোনও পরিস্থিতিতে ইউক্রেনের সময় সন্ধ্যা ৬ টার মধ্যে পেসোচিন, বেজলিউডভকা এবং বাবায়ের সীনান্তে চলে যায় ।।
ছবি : সৌজন্যে ট্যুইটার ।