এইদিন ওয়েবডেস্ক,দার্জিলিং,০২ মার্চ : ২০২১ সালের ২৫ নভেম্বর জন্ম । সেই হিসাবে বয়স মাত্র ৩ মাস । আর হামরো পার্টি নামে তিন মাসের ওই নতুন রাজনৈতিক দলটি ঘোল খাইয়ে দিল রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসসহ অনান্য দলগুলিকে । বুধবার সকালে গণনা শুরুর পর থেকেই হামরোর ৩২ জন প্রার্থীর মধ্যে ১৮ জন প্রায় বুথ থেকেই লিড করতে থাকে । শেষে তাঁরাই জয়যুক্ত হন । এবারের নির্বাচনে একক গরিষ্ঠতা পেয়ে ৩২ ওয়ার্ড বিশিষ্ট দার্জিলিং পুরসভার দখল নিল হামরো পার্টি ।
শৈলশহর দার্জিলিং এর গ্লেনারিস রেস্তোরাঁর মালিক অজয় এডওয়ার্ড হামরো পার্টির প্রতিষ্ঠা করেন । তাঁর রাজনৈতিক জীবনের প্রথম দিকে সুভাষ ঘিসিং-এর দল জিএনএলএফ-এর সঙ্গে যুক্ত ছিলেন । দলের দার্জিলিং শাখার সভাপতিও ছিলেন অজয় । কিন্তু ঘিসিংয়ের সঙ্গে মতপার্থক্যের কারনে দল ছেড়ে গত বছর নভেম্বরে হামরো পার্টির প্রতিষ্ঠা করেন । উল্লেখ্য,এবারের নির্বাচনে দার্জিলিং-এ তৃণমূল প্রার্থী ছিল ১০ জন, বিজেপি ৯টি, সিপিএম ২টি এবং অন্যান্যদের প্রার্থী সংখ্যা ৩৬ জন । কিন্তু শেষ পর্যন্ত পুরসভার দখল নিল হামরো পার্টি । মাত্র ৯২ দিন বয়সের এই রাজনৈতিক দলের এহেন সাফল্যে বিস্মিত রাজ্যের রাজনৈতিক মহল ।।