এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০২ মার্চ : বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সংসদীয় এলাকা বারাণসীতে সমাজবাদী পার্টির (এসপি) সমর্থনে একটি জনসভায় যোগ দিতে যাচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস (টিএমসি) সুপ্রীমো মমতা বন্দ্যোপাধ্যায় । এই বিষয়ে এসপির বারাণসী জেলা প্রধান সঞ্জয় মিশ্র বলেছেন,’পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ২ মার্চ (বুধবার) সন্ধ্যায় বারাণসী পৌঁছবেন । পরের দিন তিনি এসপি সভাপতি অখিলেশ যাদবের সাথে ইরাহি গ্রামে একটি জনসভায় ভাষণ দেবেন ।’ তিনি জানিয়েছেন,ওই দিন মমতা বন্দ্যোপাধ্যায় রোড শো করবেন । বারাণসীতে আসার পর তিনি সন্ধ্যায় দশাশ্বমেধ ঘাটে গঙ্গা আরতিতে যোগ দেবেন। তারপরে কাশী বিশ্বনাথ দর্শন করতে মন্দিরে পৌঁছাবেন মমতা বন্দ্যোপাধ্যায় ।
উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে সপ্তম দফার ভোটগ্রহন হবে ৭ মার্চ । ওইদিন কাশীসহ ৫৪ টি আসনে ভোট হবে । এর আগে ৮ ফেব্রুয়ারি এসপির সমর্থনে লখনউয়ে প্রচারে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । তখন তিনি অখিলেশ যাদবের সঙ্গে সাংবাদিক সম্মেলন করে বিজেপিকে পরাজিত করে এসপি জোটকে জয়ী করার জন্য আবেদন জানিছিলেন । ফের একবার এসপির সমর্থনে প্রচারের জন্য উত্তর প্রদেশ যাচ্ছেন মমতা ।
উত্তরপ্রদেশে বিজেপির মুখপাত্র কাশীর বাসিন্দা অশোক পান্ডে বলেন,’ ইউপিতে টিএমসির কোনও ভিত্তিই নেই । তাই বারাণসীতে টিএমসি প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়ের সমাবেশ পূর্বাচলের নির্বাচনে কোনও প্রভাবই ফেলবে না ।’।