এইদিন ওয়েবডেস্ক,সিউড়ি(বীরভূম),০১ মার্চ : সোশ্যাল মিডিয়ার সৌজন্যে রাতারাতি ‘সেলিব্রিটি’ হয়ে যাওয়া ‘কাঁচা বাদাম’ খ্যাত ভুবন বাদ্যকর গাড়ি চালানো শিখতে গিয়ে দূর্ঘটনার কবলে পড়লেন । জানা গেছে,ইদানিং প্রায় প্রতি দিনই অনুষ্ঠানে গান গাওয়ার জন্য অনুরোধ আসছে । তাই যাতায়াতের সুবিধার জন্য সম্প্রতি তিনি একটি পুরনো গাড়ি কিনেছিলেন । সোমবার সেই গাড়ি চালানো শিখছিলেন ভূবন । সেই সময় দূর্ঘটনা ঘটে যায় । আহত অবস্থায় তাঁকে বীরভূমের সিউড়ি সুপার স্পেসিলিটি হাসপাতালে ভর্তি করা হয় । বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন সকলের প্রিয় ‘বাদাম কাকু’ । চিকিৎসকরা জানিয়েছেন,তাঁর বুকে আঘাত লেগেছে । তবে আঘাত তেমন গুরুতর নয় ।
বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের অন্তর্গত লক্ষ্মীনারায়ণপুর পঞ্চায়েতের কুড়ালজুড়ি গ্রামে বাড়ি ভুবন বাদ্যকরের । একটা পুরনো মোটর সাইকেলের পিছনে বাদামের বস্তা চাপিয়ে এলাকায় ঘুরে ঘুরে তিনি কাঁচা বাদাম বিক্রি করতেন । খরিদ্দারদের দৃষ্টি আকর্ষণ করার জন্য তিনি গান গাইতেন, ‘বাদাম বাদাম,দাদা কাঁচা বাদাম/আমার কাছে নাইকো বুবু ভাজা বাদাম/আমার কাছে পাবে শুধু কাঁচা.. বাদাম ।…… মাথার ছিড়া চুল,সিটি গোল্ডের চুড়ি মালা দিয়ে,মোবাইলের বডি ভাঙা দিয়ে বাদাম/মোবাইলের বডি গুলো পাঁচ টাকা দাম/পায়ে তোড়া হাতের বালা থাকে যদি সিটি গোল্ডের চেন, দিয়ে যাবেন/তাতে সমান সমান তোমরা বাদাম পাবেন/কাঁ-আ-আ-চা বাদাম ।’
ভূবনের খালি গলায় গাওয়া এই গান সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে নিমেষের মধ্যে ভাইর্যাল হয়ে যায় । পরে তাঁর ‘কাঁচা বাদাম’ গানের রিমিক্স গোটা বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠে । ভারতের বহু সেলিব্রিটি থেকে শুরু করে আমেরিকা, তানজানিয়ার মত বিভিন্ন দেশের মানুষকে ‘কাঁচা বাদাম’ গানের রিমিক্সে নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করতে দেখা গেছে । এই গানের কল্যাণে হু হু করে বেড়েছে তাঁদের ফ্যান ফলোয়ার্স । তবে সে অর্থে আর্থিকভাবে উপকৃত হননি ভূবনবাবু ।
সম্প্রতি ভূবন বাদ্যকরের ‘কাঁচা বাদাম’ গানের কপিরাইট ৩ লক্ষ টাকা দিয়ে কিনে নেয় ‘গোধূলি বেলা মিউজিক সংস্থা’ । চুক্তি বাবদ সংস্থার পক্ষ প্রথম ধাপে থেকে তাঁকে দেড় লাখ টাকার চেকও দেওয়া হয়েছে । পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানে গান গাওয়ার জন্য ডাক পড়ছিল ভূবন বাদ্যকরের । রোজ তাঁকে এক জায়গা থেকে অন্য জায়গায় ছোটাছুটি করতে হচ্ছে । তাই নিজের সুবিধার্থে একটা পুরনো গাড়ি কিনেছিলেন । কিন্তু চালক রাখার সামর্থ্য না থাকায় নিজেই গাড়ি চালানো শিখছিলেন । আর তখনই ঘটে যায় বিপত্তি । তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন শুভানুধ্যায়ীরা ।।