দিব্যেন্দু রায়,কেতুগ্রাম(পূর্ব বর্ধমান),২৮ ফেব্রুয়ারী : একটি মাস্কেট ও এক রাউন্ড গুলিসহ এক কুখ্যাত দুষ্কৃতিকে গ্রেফতার করল পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম থানার পুলিশ । ধৃতের নাম বসির আহমেদ (২৪) । কেতুগ্রাম থানার মোরগ্রামের বাসিন্দা ওই যুবকের বিরুদ্ধে খুনসহ একাধিক গুরুতর অভিযোগে মামলা চলছে বলে জানিয়েছে পুলিশ । সোমবার ধৃতকে কাটোয়া মহকুমা আদালতে তোলা হলে আবেদনের ভিত্তিতে ধৃতকে পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক ।
জানা গেছে,ধর্মীয় উৎসব উপলক্ষ্যে কয়েকদিন ধরে মেলা চলছে মোড়গ্রামে । প্রতিদিনই রাতে মেলাতে প্রচুর জনসমাগম হচ্ছে । রবিবার রাতেও অনেক লোকজন ছিল মেলায় । আর ওই ভিড়ের মধ্যেই ঘোরাঘুরি করছিল বসির আহমেদ । তার হাতে ছিল একটি নাইলনের ব্যাগ ছিল । বসিরের সন্দেহজনক গতিবিধি দেখে ভিড়ের মধ্য থেকেই কেউ গোপনে কেতুগ্রাম থানায় ফোন করে দেয় । খবর পেতেই মেলাতলায় হানা দেয় পুলিশবাহিনী । ওই দুষ্কৃতি যাতে পালাতে না পারে তার জন্য তাঁকে চারদিন দিয়ে ঘিরে ফেলে পুলিশ । তারপর ব্যাগে তল্লাশি চালাতেই উদ্ধার হয় মাস্কেট ও গুলি । ওই দুষ্কৃতি আগ্নেয়াস্ত্র কোথা থেকে পেলো ও কি উদ্দেশ্যে রাতে মেলাতলায় ঘোরাঘুরি করছিল তা ধৃতকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ ।।