এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২৮ ফেব্রুয়ারী : কলকাতার আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পাঁচতলা থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলেন চিকিৎসাধীন এক বৃদ্ধ । সোমবার সকালের এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে হাসপাতাল চত্বরে । খবর পেয়ে টালা থানার পুলিশ গিয়ে বৃদ্ধকে উদ্ধার করে তড়িঘড়ি জরুরি বিভাগে নিয়ে যায় । কিন্তু তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা । পুলিশ জানিয়েছে, মৃতের নাম পঞ্চানন হালদার(৬৫) । মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ ।
জানা গেছে,আর জি কর হাসপাতালের অর্থো মেডিসিন ওয়ার্ডে ভরতি ছিলেন পঞ্চানন হালদার নামে ওই বৃদ্ধ । হাসপাতালের মেডিসিন বিভাগটি রয়েছে পাঁচতলায় । এদিনই সকাল ছ’টা নাগাদ হাসপাতালে চিকিৎসাধীন রোগীর আত্মীয়দের নজরে পড়ে ওই বৃদ্ধ চারতলার কার্নিশ থেকে ঝুলছেন । বিষয়টি জানতে পেরে স্থানীয় টালা থানার খবর দেয় হাসপাতাল কর্তৃপক্ষ । খবর পেয়ে ছুটে আসে পুলিশ । শেষে পুলিশের কাছ থেকে খবর পেয়ে দমকল বাহিনী এসে বৃদ্ধকে নিচে নামায় । স্থানীয়দের অনুমান দীর্ঘদিন রোগে ভোগার কারনে মানসিক অবসাদেই আত্মঘাতী হয়েছেন ওই বৃদ্ধ । কিন্তু শিরা ও হাড়ের গুরুতর রোগী হওয়া সত্ত্বেও ওই বৃদ্ধ সকলের নজর এড়িয়ে কিভাবে তিনি পাঁচতলার কার্নিসে উঠতে সক্ষম হলেন তা নিয়ে প্রশ্ন উঠছে । প্রশ্ন উঠছে হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশকর্মীদের ভূমিকা নিয়েও ।।